অধ্যাপক হাবুল আহবায়ক, ইকবাল হোসেন তাপস বরিশাল মহানগর জাপার সদস্য সচিব
নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষাবীদ, অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল-কে আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, আগামী সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস-কে সদস্য সচিব করে বরিশাল মহানগর জাপার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
একই সাথে মহানগর জাপার সাবেক সভাপতি এ্যড একেএম গোলাম মোর্তজা কে বরিশাল জেলা জাপার আহবায়ক ও এমএ জলিল কে সদস্য সচিব করে বরিশাল জেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। দলের চেয়ারম্যান জিএম কাদের এ অনুমোদন দেন।
উল্লেখ্য গত সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনীত হয়ে তুমুল লড়াই করেন সেসময়কার জাপা নেতা তাপস। ভোট কারচুপির অভিযোগ এনে পূনরায় নির্বাচনের দাবী করেন ইকবাল হোসেন তাপস।