অনলাইন ‘বিডি বুলেটিন’ এর বরিশাল অফিস উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, নানা আয়োজনে দেশের জনপ্রিয় অনলাইন ‘বিডি বুলেটিন’ ডটকম এর বরিশাল অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেল ৫টায় নগরীর গোড়াচাঁদদাস রোডস্থ রাবেয়া মঞ্জিল এর নিচতলায় নতুন এই কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করা হয়।
এতে উপস্থিত ছিলেন দৈনিক আজকের পরিবর্তন’র সম্পাদক-প্রকাশক কাজী মিরাজ মাহমুদ, দৈনিক প্রথম সকাল’র প্রকাশক ও সম্পাদক কাজী আল মামুন, দৈনিক কির্তনখোলা’র নির্বাহী সম্পাদক এএফএম আনোয়ারুল হক সাব্বির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডি বুলেটিন এর প্রকাশক ও সম্পাদক কাজী আফরোজা। ফিতা কেটে উদ্বোধনের পরে অতিথিবৃন্দ সাইট ভিজিট করেন।
এ সময় তারা বলেন, সন্ধানী চোখে যাত্রা শুরু করা অনলাইন নিউজ পোর্টাল ‘বিডি বুলেটিন’ একটি ভিন্ন ধারার অনলাইন। মুক্তিযুদ্ধের চেতনায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, দেশ ও জাতির কল্যাণে এই সাইটটি অগ্রনী ভুমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিডি বুলেটিন এর বার্তা প্রধান সাঈদ মেমন, জনপ্রিয় অনলাইন বরিশাল বাণী’র প্রকাশক ও সম্পাদক মোঃ মামুন-অর-রশিদ, উপ-সম্পাদক মাসুদ রানা, ব্যবস্থাপনা সম্পাদক পারভেজ সরদার, বার্তা সম্পাদক এম সাইফুল ইসলাম।