অভিনেত্রী অহনা নাটকে অভিনয় করবেন না
বিনোদন নিউজ: ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী অহনা আর ধারাবাহিক নাটকে অভিনয় করবেন না। এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এর কারণ নাটকের গতানুগতিক গল্প। তিনি বলেন, গত কয়েক বছর ধরে একটানা ধারাবাহিক নাটকে কাজ করেছি। একঘেয়েমিতে পেয়ে বসেছে।
এ থেকে বের হয়ে আসার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। ভাল গল্পের ব্যতিক্রমী চরিত্র পেলে অভিনয় করব। তবে আপাতত বিরতিতে থাকব।
শুধু প্রচার চলতি যে কয়টি ধারাবাহিক আছে এগুলোর শুটিং শেষ করব। এরপর নতুন ধারাবাহিকে আমাকে আর দেখা যাবে না।
উল্লেখ্য, নাটকে অহনার অভিনয় বেশ প্রশংসিত। নির্মাতাদের চাহিদা রয়েছে। ফলে তাকে একের পর এক ধারাবাহিক নাটকে দেখা গেছে।