অর্থ কষ্টে দিন পার করছেন সিস্টার লুচি
দৈনিক বরিশাল ২৪.কম: যে মানুষটা দীর্ঘ ৫৮ বছর আর্ত মানবতার সেবায় বৃটিশ নাগরিক হয়ে বাংলাদেশের মানুষের পাশে ছিলেন তিনি আজ নিজেই কতটা অসহায়।
গত ১২ জুন ২০১৯ তারিখে পরে গিয়ে ডান পায়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে এখন নিজের চিকিৎসার খরচ বহন করতে পারছেন না।
ঔষধ কেনার টাকা নেই। আজ অক্সফোর্ড মিশনে তার সাথে যখন কথা বলছিলাম তখন তার চোখের কোনে বেদনার অশ্রু জলে আমার নিজেকেই অসহায় মনে হচ্ছিল।
আমি ভিষনভাবে লজ্জিত। গত বছর যখন মাননীয় প্রধানমন্ত্রী নিজ উদ্দ্যোগে তার ১৫ বছরের ভিসা ফি মওকুফ করে দিয়ে নজিরবিহীন গনভবনে নিজ হাতে নাগরিকত্ব সনদ তুলে দিয়েছিলেন তখন গোটা জাতি কিছুটা দায়মুক্ত হয়েছিল।
অথচ সেই লুসি হল্টের চিকিত্সা চালানোর সামর্থ্য নেই। ঔষধ কেনার টাকা বাকি। আর এটাই নির্মম বাস্তবতা। গতবছর কত মানুষ প্রতিষ্ঠানের কত কমিটমেন্ট। লুসিকে নিয়ে কত আয়োজন সংবর্ধনা। আর আজ নিভৃতে লুসি অর্থ কষ্টে দিন পার করছেন।
জানিনা কি করবো। আমি ব্যক্তিগতভাবে যেটুকু পারি করবো এ ছাড়া লুসিকে আর কি বলার আছে আমার..!!???
লেখক: মো: সফিক জামান,যুগ্ন-সচিব,বানিজ্যমন্ত্রনালয়।