অশান্ত কলাপাড়া, সন্ত্রাসীদের হামলায় ছাত্রলীগ নেতা সহ ৩ জন যখম
ইমন আল আহসান,কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় প্রকাশ্য দিবালোকে কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ প্রত্যাশি, ছাত্রনেতা ফয়জুল ইসলাম আশিক তালুকদারসহ চার জনকে সোমবার সন্ধায় থানার সামনে ধাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে জখম করে স্থানীয় সন্ত্রাসীরা।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া উপজেলা সাস্থ্য কম্প্রেক্সে নিয়ে যায়। আহতরা হলেন, ফয়জুল ইসলাম আশিক(২৫)ইমরান আল আজাদ(২৫), মিজানুর রহমান মুছা(২৫)।
এবিষয়ে আশিক জানান,কলাপাড়া থানা থেকে কাজ সেরে আমি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোতালেব কাকা কে নিয়ে জাবার পথে খালিদ সহ ৫০-৬০ জন আমার দিকে ধাওয়া করে ।
আমাকে এবং আমার বন্ধুদের কুপিয়ে ও পিটিয়ে যখম করেন। কলাপাড়া হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা ড. জে এইচ খান লেলিন জানান,আঘাত অনেক পাওয়া গেছে এবং উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।