অসুস্থ লুসিকে চিকিৎসা সহ সব ধরনের সহয়তা দেয়া হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
সোহেল আহমেদ: অসুস্থ ব্রিটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্টকে চিকিৎসা ব্যবস্থা সহ সব ধরনের সহয়তা দেয়া হবে বলে জানিয়েছেন সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ সদর আসনের এমপি জাহিদ ফারুক শামীম।
আজ বুধবার (১৪ আগস্ট) দুপুরে বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানকে সাথে নিয়ে অক্সফোর্ড মিশন চার্চে লুসি হেলেন ফ্রান্সিস হল্টকে দেখতেগিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী এ সহযোগীতার কথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আল মামুন তালুকদার,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, সাজ্জাদ পারভেজসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অসুস্থ ব্রিটিশ নাগরিক লুসি হল্ট এর সাথে দেখা করেন, এসময় পানিসম্পদ প্রতিমন্ত্রী তার সার্বিক খোজ খবর নেন । পানিসম্পদ প্রতিমন্ত্রী অক্সফোর্ড মিশন চার্চের ফাদারের সাথে লুসি হল্টকে সবধরনের সুযোগ সুবিধা দেয়ার জন্য বলেন।
পাশাপাশি লুসি হল্ট এর সবধরনের প্রয়োজনে প্রশাসনের সাথে যোগাযোগ করার জন্য বলেন। কিছুদিন পূর্বে ডাক্তার তাকে প্রাথমিক ভাবে চেকআপ করেন এবং তাকে উন্নত চিকিৎসা জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে যাবার পরামর্শ দেন।
তার উন্নত চিকিৎসা জন্য বরিশাল জেলা প্রশাসন সবধরনের সহায়তা প্রদান করবেন। কয়েক দিনের মধ্যে তাকে উন্নত চিকিৎসা জন্য ঢাকায় পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
৫৭ বছর ধরে এ দেশে মানুষের সেবা করেছেন। মহান মুক্তিযুদ্ধের সময় জীবনের মায়া তুচ্ছ করে যুদ্ধাহত ব্যক্তিদের শুশ্রূষা করেছেন। মানবদরদি এই ব্রিটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্ট।
৮৭ বছর বয়সী লুসি হেলেন ফ্রান্সিস হল্টের জন্ম ১৯৩০ সালের ১৬ ডিসেম্বর যুক্তরাজ্যের সেন্ট হ্যালেন্সে। বাবা জন হল্ট ও মা ফ্রান্সিস হল্ট। দুই বোনের মধ্যে ছোট লুসি।