অস্ত্র হাতে নিতে প্রস্তুত কাশ্মিরি যুবকরা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪অস্ত্র হাতে নিতে প্রস্তুত কাশ্মিরি যুবকরা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১২, ২০১৯ ২:৩৭ অপরাহ্ণ
A- A A+ Print

অস্ত্র হাতে নিতে প্রস্তুত কাশ্মিরি যুবকরা

অনলাইন নিউজ: একতরফা ভাবে রাজ্যকে দুই ভাগ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার, কেড়ে নিয়েছে স্বায়ত্বশাসনসহ নানা অধিকার। হিন্দ্যুত্ববাদী মোদি সরকারের এই সিদ্ধান্ত ফুসছে জম্বু ও কাশ্মিরের যুবকরা। মাতৃভূমি স্বাধীন করতে প্রস্তুত নিয়েছেন তারা। অস্ত্র হাতে নিতেও তারা প্রস্তুত আসছেন।

গোটা উপত্যকা জুড়েই চলছে কারফিউ। এই বিতর্কিত সিদ্ধান্তের আগে কাশ্মির জুড়ে নাটকীয় অবস্থার সৃষ্টি করে ভারত। তীব্র প্রতিক্রিয়া ও বিক্ষোভ হতে পারে এমন আশঙ্কায় হাজার হাজার সৈন্য মোতায়েন করে কেন্দ্র সরকার। রাজ্যের শীর্ষ নেতাদের গ্রেফতার করা হয়েছে। জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগও বন্ধ করা হয়েছে।

নানা ঘটনা আড়াল করতে চরম নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সংবাদ মাধ্যমগুলোরও ওপর। এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করেও সেখানা গেছেন কিছু সাংবাদিকর। তাদের কাছেই এমন নিজেদের দৃঢ় আশাব্যক্ত করেছেন কাশ্মিরের যুবকরা।

শ্রীনগরের কাশ্মীরি এক যুবক, ‘এ আমার একমাত্র ছেলে, যদিও এখনো একেবারেই শিশু কিন্তু ও যেন বড় হয়ে বন্দুক হাতে নিতে পারে তেমনভাবেই ওকে তৈরি করবো’

শিশুপুত্রকে কোলে নিয়ে তিনি বললেন, ‘তিনি নিজেও ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বন্দুক হাতে তুলে নিতে প্রস্তুত।’

তিনি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। তার পাশে দাঁড়ায়ে ছিল ভারতীয় পুলিশ। চলছিল আইনশৃঙ্খলা বাহিনী ও সেনা সদস্যদের টহল। কিন্তু তারা যে এসব কথা স্পষ্ট শুনতে পাচ্ছে – ব্যাপারটা পাত্তাই দিলেন না যুবকটি, এতই ক্ষেপে আছেন তিনি।

আধাসামরিক বাহিনীর জওয়ানরা এসে আমাদের সরিয়ে দেবার চেষ্টা করলো। কিন্তু এই লোকেরা সরতে রাজী নন।

তারা আঙুল তুলে পুলিশের দিকে চিৎকার করতে লাগলেন, ‘তোমরা দিনের বেলা আমাদের আটকে রাখছো, রাতের বেলাও আটকে রাখছো।’

পুলিশ তাদের বলতে লাগলো, কারফিউ জারি আছে, আপনারা এক্ষুণি ঘরের ভেতর ঢুকে যান। আমাদেরও বলা হলো এখান থেকে চলে যেতে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিজওয়ান মালিক নামের আরেক যুবক। তিনি বিচ্ছিন্নতাবাদে বিশ্বাসী নন, কখনো সৈন্যদের দিকে একটি ঢিলও ছোঁড়েন নি। তিনি ভারতের ওপর বিশ্বাস রেখেছিলেন, জীবনে উন্নতি করাই ছিল তার লক্ষ্য। কিন্ত এখন যা হচ্ছে তা তিনি মানতে পারছেন না।

মালিক বললেন, ‘এই অবরোধ যখন উঠবে, আর বিক্ষোভকারীরা রাস্তায় নামতে পারবে তখন প্রতিটি কাশ্মীরি তাদের সাথে যোগ দেবে। বলা হতো, এখানে সব পরিবারেই এক ভাই যদি বিচ্ছিন্নতাবাদী হয়, তো আরেক ভাই ভারতের মূলধারার পক্ষে। এখন ভারতের সরকার দু ভাইকে এক করে দিয়েছে।’

ভারতের কিছু সংবাদ মাধ্যম বলছে, কাশ্মীরে এখন পর্যন্ত বড় কোন বিক্ষোভ হয় নি -যার অর্থ লোকে সরকারের সিদ্ধান্ত মেনে নিয়েছে। কিন্তু তা মানতে নারাজ পুলওয়ামার বাসিন্দা আইনজীবী জাহিদ হোসেইন দার। তিনি বলেন, ‘কাশ্মীর এখন অবরুদ্ধ। কিন্তু যে মুহূর্তে এটা উঠে যাবে, তকনই শুরু হবে গোলমাল।

মোদি সরকারকে ধাক্কা দিতে ভেতরে ভেতরে ফুঁসছে। এবার ক্ষোভ-ক্রোধ নজিরবিহীন। শ্রীনগরের একটি হাইস্কুলের ছাত্রী মুসকান লতিফ বলছেন, ‘এখনকার অবস্থাটা আসলে ঝড়ের আগেকার শান্ত অবস্থার মতো। সাগর শান্ত, কিন্তু সুনামি আঘাত হানলো বলে।’

দৈনিক বরিশাল ২৪

অস্ত্র হাতে নিতে প্রস্তুত কাশ্মিরি যুবকরা

সোমবার, আগস্ট ১২, ২০১৯ ২:৩৭ অপরাহ্ণ

অনলাইন নিউজ: একতরফা ভাবে রাজ্যকে দুই ভাগ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার, কেড়ে নিয়েছে স্বায়ত্বশাসনসহ নানা অধিকার। হিন্দ্যুত্ববাদী মোদি সরকারের এই সিদ্ধান্ত ফুসছে জম্বু ও কাশ্মিরের যুবকরা। মাতৃভূমি স্বাধীন করতে প্রস্তুত নিয়েছেন তারা। অস্ত্র হাতে নিতেও তারা প্রস্তুত আসছেন।

গোটা উপত্যকা জুড়েই চলছে কারফিউ। এই বিতর্কিত সিদ্ধান্তের আগে কাশ্মির জুড়ে নাটকীয় অবস্থার সৃষ্টি করে ভারত। তীব্র প্রতিক্রিয়া ও বিক্ষোভ হতে পারে এমন আশঙ্কায় হাজার হাজার সৈন্য মোতায়েন করে কেন্দ্র সরকার। রাজ্যের শীর্ষ নেতাদের গ্রেফতার করা হয়েছে। জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগও বন্ধ করা হয়েছে।

নানা ঘটনা আড়াল করতে চরম নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সংবাদ মাধ্যমগুলোরও ওপর। এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করেও সেখানা গেছেন কিছু সাংবাদিকর। তাদের কাছেই এমন নিজেদের দৃঢ় আশাব্যক্ত করেছেন কাশ্মিরের যুবকরা।

শ্রীনগরের কাশ্মীরি এক যুবক, ‘এ আমার একমাত্র ছেলে, যদিও এখনো একেবারেই শিশু কিন্তু ও যেন বড় হয়ে বন্দুক হাতে নিতে পারে তেমনভাবেই ওকে তৈরি করবো’

শিশুপুত্রকে কোলে নিয়ে তিনি বললেন, ‘তিনি নিজেও ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বন্দুক হাতে তুলে নিতে প্রস্তুত।’

তিনি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। তার পাশে দাঁড়ায়ে ছিল ভারতীয় পুলিশ। চলছিল আইনশৃঙ্খলা বাহিনী ও সেনা সদস্যদের টহল। কিন্তু তারা যে এসব কথা স্পষ্ট শুনতে পাচ্ছে – ব্যাপারটা পাত্তাই দিলেন না যুবকটি, এতই ক্ষেপে আছেন তিনি।

আধাসামরিক বাহিনীর জওয়ানরা এসে আমাদের সরিয়ে দেবার চেষ্টা করলো। কিন্তু এই লোকেরা সরতে রাজী নন।

তারা আঙুল তুলে পুলিশের দিকে চিৎকার করতে লাগলেন, ‘তোমরা দিনের বেলা আমাদের আটকে রাখছো, রাতের বেলাও আটকে রাখছো।’

পুলিশ তাদের বলতে লাগলো, কারফিউ জারি আছে, আপনারা এক্ষুণি ঘরের ভেতর ঢুকে যান। আমাদেরও বলা হলো এখান থেকে চলে যেতে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিজওয়ান মালিক নামের আরেক যুবক। তিনি বিচ্ছিন্নতাবাদে বিশ্বাসী নন, কখনো সৈন্যদের দিকে একটি ঢিলও ছোঁড়েন নি। তিনি ভারতের ওপর বিশ্বাস রেখেছিলেন, জীবনে উন্নতি করাই ছিল তার লক্ষ্য। কিন্ত এখন যা হচ্ছে তা তিনি মানতে পারছেন না।

মালিক বললেন, ‘এই অবরোধ যখন উঠবে, আর বিক্ষোভকারীরা রাস্তায় নামতে পারবে তখন প্রতিটি কাশ্মীরি তাদের সাথে যোগ দেবে। বলা হতো, এখানে সব পরিবারেই এক ভাই যদি বিচ্ছিন্নতাবাদী হয়, তো আরেক ভাই ভারতের মূলধারার পক্ষে। এখন ভারতের সরকার দু ভাইকে এক করে দিয়েছে।’

ভারতের কিছু সংবাদ মাধ্যম বলছে, কাশ্মীরে এখন পর্যন্ত বড় কোন বিক্ষোভ হয় নি -যার অর্থ লোকে সরকারের সিদ্ধান্ত মেনে নিয়েছে। কিন্তু তা মানতে নারাজ পুলওয়ামার বাসিন্দা আইনজীবী জাহিদ হোসেইন দার। তিনি বলেন, ‘কাশ্মীর এখন অবরুদ্ধ। কিন্তু যে মুহূর্তে এটা উঠে যাবে, তকনই শুরু হবে গোলমাল।

মোদি সরকারকে ধাক্কা দিতে ভেতরে ভেতরে ফুঁসছে। এবার ক্ষোভ-ক্রোধ নজিরবিহীন। শ্রীনগরের একটি হাইস্কুলের ছাত্রী মুসকান লতিফ বলছেন, ‘এখনকার অবস্থাটা আসলে ঝড়ের আগেকার শান্ত অবস্থার মতো। সাগর শান্ত, কিন্তু সুনামি আঘাত হানলো বলে।’

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ইপিজেড থানা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত   দৈনিক বরিশাল২৪.কম-এর সম্পাদক শামীম আহমেদ অসুস্থ, হাসপাতালে ভর্তি   বিশ্ব ডিম দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত   সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ট্রাফিক পুলিশ   “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ   রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস   রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস   বাবা মুুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন ডিবি হারুন