আইনের অপব্যবহার করে দেশনেত্রীকে বন্দি রাখা হয়েছে: সরোয়ার
শামীম আহমেদ:কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি এ্যাড. মজিবুর রহমান সরোয়ার বলেছেন, দেশে গনতন্ত্র নেই বলেই আজ মানুষ বাক স্বাধীনতাহীন হয়ে পড়েছে।
সরকার দেশনেত্রী বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে আইনকে অপব্যবহার করে বন্দি রেখে জোড় পূর্বক ক্ষমতা দখল করে টিকে থাকতে চাইছে।
তিনি বলেন, এদেশে রাতেই ভোট হয়ে যায় বলেই বাংলার মানুষ আজ ভোট কেন্দ্রে যেতে চাইছে। অবৈধ সরকার দেশনেত্রীকে বন্দি করে রাখার সাথে সাথে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়ে গ্যাস সহ সকল পন্যের মূল্য বৃদ্বি বাড়িয়ে অর্থের লুঠপাঠের জন্য মেতে উঠেছে।
সরকার আজ দেশে নারী নির্যাতন আর ধর্ষনের রাজ্যে পরিণত করেছে স্বাধীন বাংলাদেশ আজ এই সরকারের ধারা প্রতিনিয়ত হচ্ছে ধর্ষিত।
আজ সোমবার দুপুরে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী মাদার অব ডেমোক্রেসি খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তির দাবীতে আগামী ১৮ই জুলাই নগরীর বান্দরোডস্থ কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে লিফলেট বিতরন প্রচার-প্রচারনা,দলীয় অঙ্গ সংগঠন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভার অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতায় একথাগুলো বলেন।
সমাবেশ সফল করার লক্ষে দলীয় ও অঙ্গ সংগঠনের কর্মীদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন, বরিশাল মহানগর বিএনপি সাধারন সম্পাদক জিয়া সিকদার জিয়া ও বরিশাল মহানগর বিএনপি উপদেষ্টামুক্তিযোদ্বা নুরুল আলম ফরিদ।
মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহাবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মসিউর রহমান মঞ্জু, সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম সমির,যুগ্ম সাধারন সম্পাদক খান মোঃ আনোয়ার,সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাসেদ সহ মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতৃবৃন্দ।
পরে যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন,কেন্দ্রীয় সদস্য সাবেক এম পি মেজবা উদ্দিন ফরহাদ, জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁন, মহানগর বিএনপি সম্পাদক জিয়া উদ্দিন সিকদার সহ বিএনপি মহনগর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে নগরীর বিভিন্ন সড়কে সমাবেশ সফল করা এবং নগরবাসীকে অংশ গ্রহনের আমন্ত্রণ জানান।
অপরদিকে াবভাগীয় সমাবেশ সফল করার লক্ষে ইতি মধ্যে ব্যবস্থা ও অর্থ, মঞ্চ ও মাঠ সজ সজ্জা, প্রচার-প্রচারনা সহ আইন শৃঙ্খলা,আপ্যায়ন ও মিডিয়ার দায়ীত্ব পালনের জণ্য ৫টি উপকমিটি গঠন করা হয়েছে।