আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী: জ্যাকব
নিজস্ব প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার গরীব অসহায় পরিবারের মাঝে ত্রাণের ঢেউটিন বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় চরফ্যাশন উপজেলার বজ্র গোপাল টাউন হল চত্বরে তালিকাভূক্ত গরীব অসহায় পরিবারের মাঝে ১৯২ বান্ডিল টিন বিতরণ করেন। এই সময় এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রেখেই চলছে।
আমরা সাধারণ মানুষকে নিয়ে ভাবি এবং সাধারণ মানুসের জন্যে কাজ করি। সকলেই ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার জন্যে আহবান করেন।
এই সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান ছাদেক মিয়া, আওয়ামী লীগ নেতা এইচ এম মোর্শেদ, অধ্যক্ষ আহম্মদ উল্যাহসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।