আগৈলঝাড়ায় ডেঙ্গু সচেতনতায় হেল্প ডেস্ক চালু
নিজস্ব প্রতিবেদক: বরিশালের আগৈলঝাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্তদের সেবার জন্য ডেঙ্গু হেল্প ডেস্ক চালু করা হয়েছে।
ডেঙ্গু সংক্রান্ত যেকোনো সেবা ও পরামর্শের জন্য ০১৭৩০৩২৪৪০৮ নম্বরে যোগাযোগ করার আহবান জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকালে হাসপাতালের টিএইচও’র অফিস কক্ষে হেল্প ডেস্কের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. সৈকত জয়ধর, ডা. ইমাম হোসেন, স্টোর কিপার মো. শাহ আলম, পরিসংখ্যানবিদ মো. শহিদুল ইসলাম, এক্সরে-টেকনিশিয়ান পরিমল প্রমুখ।