আগৈলঝাড়ায় মাছের পোনা অবমুক্ত করলেন আবুল হাসানাত আবদুল্লাহ
নিজস্ব প্রতিনিধি: ‘মাছের চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।’ এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার বর্নাঢ্য র্যালী শেষে মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্ভোধন করেছেন জাতির পিতার ভাগ্নে
আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
উপজেলার সেরাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত সড়কে বর্নাঢ্য র্যালী শেষে সকাল ১১টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বৃদ্ধাশ্রম ও এতিম খানার পুকুরে প্রধান অতিথি হিসেবে জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি মাছের পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্ভোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস, অধ্যক্ষ আকবর আলী, সিনিয়র মৎস্য কর্মকর্তা তপন কুমার মজুমদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীর কুমার বাড়ৈ, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, শফিকুল হোসেন টিটুসহ কর্মকর্তা ও দলীয় নেতৃবন্দ।
জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহন করছে মৎস্য অধিদপ্তর। এর পরে গৌরনদী উপজেলার কর্মকর্তা, জন প্রতিনিধি ও দলীয় নেতা কর্মীদের নিয়ে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি
আবুল হাসানাত আবদুল্লাহ।