আগৈলঝাড়ায় ২শ পিচ ইয়াবাসহ বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব
শামীম আহমেদ: বরিশালের আগৈলঝাড়ায় ২শ পিচ ইয়াবাসহ এক পাইকারী ব্যবসায়িকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, পাইকারী ইয়াবা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র্যাব-৮ সদস্যরা শনিবার সন্ধ্যার পরে ছদ্মবেশে বাকাল
এলাকায় অভিযান চালায়।
অভিযানে আগৈলঝাড়া-পয়সারহাট হাউওয়ে ব্রীজের নীচ থেকে বাকাল গ্রামের মৃত আদিত্য দাস এর ছেলে পাইকারী ইয়াবা বিক্রেতা সঞ্জয় দাস (৩২)কে ২শ পিচ ইয়বাসহ র্যাব সদস্যরা আটক করে।
ওই রাতেই র্যাব সদস্যরা আটক সঞ্জয় দাসকে থানায় হস্তান্তর করে। এঘটনায় র্যাব পুলিশ পরিদর্শক এসএম আবুল হোসেন শাহরিয়ার বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করেন, গ্রেফতারকৃত সঞ্জয় দাসকে রবিবার আদালতে প্রেরণ করা হলে আদালত তার জামিন আবেদন বাতিল করে জেল হাজতে প্রেরন করার আদেশ দেন।