আগৈলঝাড়ায় ২০ দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ মাদ্রাসা ছাত্র
নিজস্ব প্রতিবেদক: বরিশালের আগৈলঝাড়ায় নিখোঁজের ২০দিনে উদ্ধার হয়নি হারিয়ে যাওয়া মাদ্রাসা ছাত্র।
নিখোঁজের ঘটনায় থানায় সাধারন ডায়রী করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার মধ্য শিহিপাশা গ্রামের আব্দুল কাদের মৃধার ছেলে আল জামিয়াতুল নাফিজিয়া আল ইসলামিয়া মারকাস মাদ্রাসার ৬ষ্ঠ জামাতের ছাত্র ইয়ামিন মৃধা (১২) গত ১০জুন মাদ্রাসা থেকে নিখোঁজ হয়।
ইয়ামিন মৃধা নিখোঁজের পর থেকে মাদ্রাসা কিংবা তার বাড়িতে এখন পর্যন্ত ফিরে আসেনি। তার পরিবার থেকে বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি চলছে। উপজেলার বিভিন্ন স্থানে ইয়ামিন মৃধা নিখোঁজের সংবাদ মাইকে প্রচার করা হচ্ছে।
ইয়ামিন মৃধা নিখোঁজের ঘটনায় তার মামা সোহাগ হাওলাদার আগৈলঝাড়া থানায় একটি সাধারন ডায়রী করে করা হয়েছে। তবে ইয়ামিনের কেউ সন্ধান পেলে মামা সোহাগ হাওলাদারের মোবাইল ০১৭৬১৪৩৬৬৬৮ নম্বরে যোগাযোগের অনুরোধ করেছেন।
সংবাদটি শেয়ার করুন