আপনার আমার স্বজনও হতে পারে, সন্দেহে গনধোলাই নয়: মিজানুর রহমান
সোহেল আহমেদ: একজন অপরিচিত মানুষকে দেখে কেবল সন্দেহ করে আপনি যাকে গনপিটোনি দিচ্ছেন সে আমার কিবা অপরের স্বজনও হতে পারে।
আজ যদি আমি আপনি নিজের গ্রাম থেকে অন্য কোথাও বেড়াতে যাই তাহলে সেইখানে আপনি আমিও তো একই ধরনের ঘটনার স্বিকার হতে পারি।
সুতরাং কোনো গুজবে কান দিবেননা। এলাকায় যদি এরকম অপরিচিত কাউকে সন্দেহ হয় তাহলে গনধোলাই নয়, সাথে সাথে আমাদের খবর দিন।
শুধুমাত্র সন্দেহের বসে আইন নিজের হাতে তুলে না নিতে সাধারন মানুষের প্রতি আহবান জানিয়েছেন ভোলা জেলার দুলারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান পাটোয়ারী।
দৈনিক বরিশাল ২৪.কম এর সাথে মঙ্গলবার (২৩জুলাই) একান্ত আলাপকালে ওসি মোঃ মিজানুর রহমান পাটোয়ারী জনসাধারনের উদ্দেশ্যে এ আহবান জানান।
রিপোর্ট করা পর্যন্ত ওই এললাকায় মানুষকে সচেতন করতে পুলিশের পক্ষ থেকে মাইকিং, সভা সেমিনার চলছে বলে জানান তিনি।
এর আগে মোঃ মিজানুর রহমান পাটোয়ারীে এ জাতীয় একটি বার্তা ফেসবুক পেজে শেয়ার করেন। সেখানেও তিনি দুলারহাট বাসীর সকলের দৃষ্টি আকর্ষন করে বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় অপরিচিত ব্যক্তিকে দেখে ছেলে ধরা সন্দেহে এক শ্রেনীর উৎসুক জনতা গুজব রটানোর মাধ্যমে গনধোলাই দিচ্ছে।
দুলারহাট থানা এলাকায় এ সকল পরিস্থিতিতে গুজবে কান না দিয়ে তাৎক্ষনিক দুলারহাট থানায় যোগাযোগের করার জন্য সম্মানিত নাগরিক দের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
প্রয়োজনে ৯৯৯ এর সহায়তা নিতে পারেন। মনে রাখবেন গুজব দ্বারা প্রভাবিত হয়ে গনপিটুনি দেয়া এবং এর ফলে মানুষ হত্যা করা ফৌজদারী অপরাধ বলে তার লেখায় উল্লেখ করেন। সার্বক্ষনিক যোগাযোগের জন্য মোঃ মিজানুর রহমান পাটোয়ারী,অফিসার ইনচার্জ,দুলারহাট থানা,ভোলা। মোবাঃ 01769695437 সকলকে অনুরোধ জানান।