আবেগ ভালোবাসায় কতৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা, সেতুর উপর জনস্রোত
বিশেষ প্রতিবেদকঃ সব বাঁধা প্রতিবন্ধকতা এড়িয়ে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো দক্ষিণাঞ্চল বাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের পদ্মা সেতুর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ২৫ জুন সকাল ১০ টায় এটি শুভ উদ্বোধন করেন।
প্রথম টোল প্রদান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাড়ি বহর নিয়ে পদ্মা সেতু পার হয়ে জনসভা স্থলে আসেন। এর আগে তিনি সেতুর এপার এক সুধী সমাবেশে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন।
সেতু উদ্বোধনের পর পদ্মা সেতুতে হাজারো মানুষের ঢল নেমেছে। এ সময় অনেকে হেঁটে পদ্মা সেতুতে উঠে পড়েন। পদ্মা সেতুতে উঠে সবাই নিজেকে মুঠোফোনে ক্যামেরাবন্দি করছেন। শনিবার (২৫ জুন) দুপুরে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে গিয়ে এমনই চিত্র দেখা যায়।
কয়েকজন দর্শনার্থীর সঙ্গে কথা হলে তারা জানান, ইতিহাসের সাক্ষী হতে পদ্মা সেতুর ওপর সেলফি তুলতে এসেছি।
রাইসুল নামে এক যুবক জানান, পদ্মা সেতু আমাদের অহংকার। দীর্ঘদিন ধরে স্বপ্ন ছিল পদ্মা সেতুতে ওঠার। আজ সে স্বপ্ন পূরণ হলো। সেজন্য আমরা মহাখুশি।
রোজিনা আক্তার নামে এক নারী জানান, এতদিন পদ্মা সেতু নির্মাণের খবর দেখতাম। আজ সেতুটির উদ্বোধন হয়েছে। তাই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি।
বরিশাল থেকে আসা মো. সিরাজ হাওলাদার বলেন, আমি পদ্মা সেতু উদ্বোধন দেখতে গতকাল বরিশাল থেকে এসেছি। আসলেই পদ্মা সেতু আমার জন্য অনেক কষ্টের অবসান ঘটালো।
এতোদিন আমার বাড়ি যেতে অনেক দুর্ভোগ পোহাতে হতো। পদ্মা সেতু হওয়ায় আমার ও আমার মতো দক্ষিণবঙ্গের মানুষের চিরদিনের জন্য কষ্ট দূর হলো।