আমার চেয়ে আমার বিয়ের বয়স বেশি : আসিফ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আমার চেয়ে আমার বিয়ের বয়স বেশি : আসিফ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১৩, ২০১৯ ১২:৪৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

আমার চেয়ে আমার বিয়ের বয়স বেশি : আসিফ

সংগীতের যুবরাজ’খ্যাত আসিফ আকবর গানের পাশাপাশি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও বেশ সক্রিয়। সমসাময়িক বিষয়ের পাশাপাশি ব্যক্তিগত অনেক কথাই তিনি তার ফেসবুকে প্রকাশ করেন। এবার জানালেন তার স্ত্রী (সালমা আসিফ মিতু) এবং সংসার জীবনের কথা। দৈনিক আমাদের সময় অনলাইন-এর পাঠকদের জন্য তা তুলে ধরা হলো।

শুরুতেই সংগীতশিল্পী আসিফ আকবর লিখেছেন- ‘সাতাশ বছরের সংসার জীবন এবং প্রেমসহ তিরিশ বছরের লম্বা ইনিংস খেলে ফেললাম। এতগুলো বছরে আমরা প্রতিদিনই দূরে সরে গেছি, মতদ্বৈততা হয়েছে নিয়মিত। আমাদের দুজনের মধ্যে কার ভুল বেশি, সেটা আমরাই জানি। সব সময় মাঝখানে ভালবাসার সোপান হয়ে দাঁড়িয়েছে আমার দুই পুত্র রণ আর রুদ্র। প্রচণ্ড রকম স্বাধীনচেতা মানুষ আমি, নিজের ইচ্ছের বাইরে কোনো কিছু মানিয়ে নেওয়া আমার জন্য এক ধরনের অসহায় আত্মসমর্পণ। রাগ নিয়ন্ত্রণ আমার আওতার বাইরে সব সময়। কারণ আমি যেটা পছন্দ করি না, সেটারও আগাম ঘোষণা দেওয়া থাকে। তারপরও সিলেবাসের বাইরে কিছু হলে এখন ক্রোধ দমিয়ে রাখতে পারি, শুধু প্রেশারের ওষুধটা নিয়মিত খেতে হয়।’

স্ত্রীর প্রসঙ্গ টেনে আসিফ লিখেছেন- ‘কিছু বুঝে ওঠার আগে সংসারী হয়েছি। সাংসারিক দায়িত্ববোধ ছেলেবেলা থেকে পারিবারিকভাবে শেখা। এজন্য পরিস্থিতি উত্তাল সমুদ্রের মতো উথাল-পাথাল হলেও সামলে নিতে অভ্যস্ত হয়েছি। (বেগম সালমা আসিফ) মিতু কখনো আমার সঙ্গে তর্ক করে না। আমি হয়তো একটু চোটপাট করে বাইরে চলে যাই, মাঝে মাঝে ভাঙচুর করি, এরপর বাহাত্তর ঘণ্টা আই.সি.ইউতে চলে যাই অর্থাৎ কথা বলা বন্ধ। মিতুর একটা জিনিস খুব অসাধারণ, নিজের ভুলটা দ্রুত বুঝতে পারে, সঙ্গে সঙ্গে আবার নতুন ভাবে ভুল করা শুরু করে, তারপর একযোগে শুধু ভুলগুলোই করতে থাকে। এই ব্যাপারটা অসহ্য হলেও দীর্ঘসময় ধরে এই অনুশীলনে অভ্যস্ত হয়ে গেছি। মিতুর আরও একটা ইউনিক গুণ আছে, সেটা হচ্ছে তার ঘুম। রেগে থাকলেও যখন বাসায় ফিরে ওর ঘুমন্ত মুখটা দেখি তখন খুব মায়া হয়। ঘুমালেই মনে হয় তার উপর ফেরেশতা ভর করেছে। তাছাড়া ঠাণ্ডা লাগলে কাঁথা নেয় না, এলোমেলোভাবে ঘুমায়। এগুলো ঠিক করে দিতে গিয়েই রাগ গলে পানি হতে থাকে। তখন কেন যেন মনে হয় আমার চেয়ে আমার বিয়ের বয়স বেশি।’

কোনো অঘটনের আশঙ্কা নেই জানিয়ে আসিফ আরও লিখেছেন- ‘এ সমস্ত কথা বলার কারণ এটা নয় যে, আমি বিয়ের সিদ্ধান্ত থেকে সরে এসেছি। মিতুর তত্ত্বাবধানে বিয়েটা হবে, রেকর্ড আমাকে ছাড়ে না, আমি কি করবো? তাছাড়া পরচর্চা এবং গল্প-গুজব প্রিয় জাতির জন্যও তো কিছুটা অবদান রাখা উচিত আমার। মিতুর জন্ম হয়েছে আমার জন্য। ঘটনা যাই ঘটুক, কোনো অঘটনের আশঙ্কা নেই। বেগম সালমা আসিফ নিজের অধিকার ছেড়ে দিয়ে এখন মানবাধিকারকর্মী অর্থাৎ মহামানবী, আল্লাহর রাস্তায় দিনাতিপাত করছেন। আমি সাধারণ মানব রয়ে গেলাম, এভাবেই থাকতে চাই। শুধু বেগমের শারীরিক সুস্থতা আর দীর্ঘায়ু কামনা করি আর বেগম তোমার হাসির দ্যুতি হোক অমলিন, চিরদিন। ভাল থেকো পাশে থেকো সুলতানা, ভালবাসা অবিরাম…’

দৈনিক বরিশাল ২৪

আমার চেয়ে আমার বিয়ের বয়স বেশি : আসিফ

শনিবার, জুলাই ১৩, ২০১৯ ১২:৪৭ পূর্বাহ্ণ

সংগীতের যুবরাজ’খ্যাত আসিফ আকবর গানের পাশাপাশি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও বেশ সক্রিয়। সমসাময়িক বিষয়ের পাশাপাশি ব্যক্তিগত অনেক কথাই তিনি তার ফেসবুকে প্রকাশ করেন। এবার জানালেন তার স্ত্রী (সালমা আসিফ মিতু) এবং সংসার জীবনের কথা। দৈনিক আমাদের সময় অনলাইন-এর পাঠকদের জন্য তা তুলে ধরা হলো।

শুরুতেই সংগীতশিল্পী আসিফ আকবর লিখেছেন- ‘সাতাশ বছরের সংসার জীবন এবং প্রেমসহ তিরিশ বছরের লম্বা ইনিংস খেলে ফেললাম। এতগুলো বছরে আমরা প্রতিদিনই দূরে সরে গেছি, মতদ্বৈততা হয়েছে নিয়মিত। আমাদের দুজনের মধ্যে কার ভুল বেশি, সেটা আমরাই জানি। সব সময় মাঝখানে ভালবাসার সোপান হয়ে দাঁড়িয়েছে আমার দুই পুত্র রণ আর রুদ্র। প্রচণ্ড রকম স্বাধীনচেতা মানুষ আমি, নিজের ইচ্ছের বাইরে কোনো কিছু মানিয়ে নেওয়া আমার জন্য এক ধরনের অসহায় আত্মসমর্পণ। রাগ নিয়ন্ত্রণ আমার আওতার বাইরে সব সময়। কারণ আমি যেটা পছন্দ করি না, সেটারও আগাম ঘোষণা দেওয়া থাকে। তারপরও সিলেবাসের বাইরে কিছু হলে এখন ক্রোধ দমিয়ে রাখতে পারি, শুধু প্রেশারের ওষুধটা নিয়মিত খেতে হয়।’

স্ত্রীর প্রসঙ্গ টেনে আসিফ লিখেছেন- ‘কিছু বুঝে ওঠার আগে সংসারী হয়েছি। সাংসারিক দায়িত্ববোধ ছেলেবেলা থেকে পারিবারিকভাবে শেখা। এজন্য পরিস্থিতি উত্তাল সমুদ্রের মতো উথাল-পাথাল হলেও সামলে নিতে অভ্যস্ত হয়েছি। (বেগম সালমা আসিফ) মিতু কখনো আমার সঙ্গে তর্ক করে না। আমি হয়তো একটু চোটপাট করে বাইরে চলে যাই, মাঝে মাঝে ভাঙচুর করি, এরপর বাহাত্তর ঘণ্টা আই.সি.ইউতে চলে যাই অর্থাৎ কথা বলা বন্ধ। মিতুর একটা জিনিস খুব অসাধারণ, নিজের ভুলটা দ্রুত বুঝতে পারে, সঙ্গে সঙ্গে আবার নতুন ভাবে ভুল করা শুরু করে, তারপর একযোগে শুধু ভুলগুলোই করতে থাকে। এই ব্যাপারটা অসহ্য হলেও দীর্ঘসময় ধরে এই অনুশীলনে অভ্যস্ত হয়ে গেছি। মিতুর আরও একটা ইউনিক গুণ আছে, সেটা হচ্ছে তার ঘুম। রেগে থাকলেও যখন বাসায় ফিরে ওর ঘুমন্ত মুখটা দেখি তখন খুব মায়া হয়। ঘুমালেই মনে হয় তার উপর ফেরেশতা ভর করেছে। তাছাড়া ঠাণ্ডা লাগলে কাঁথা নেয় না, এলোমেলোভাবে ঘুমায়। এগুলো ঠিক করে দিতে গিয়েই রাগ গলে পানি হতে থাকে। তখন কেন যেন মনে হয় আমার চেয়ে আমার বিয়ের বয়স বেশি।’

কোনো অঘটনের আশঙ্কা নেই জানিয়ে আসিফ আরও লিখেছেন- ‘এ সমস্ত কথা বলার কারণ এটা নয় যে, আমি বিয়ের সিদ্ধান্ত থেকে সরে এসেছি। মিতুর তত্ত্বাবধানে বিয়েটা হবে, রেকর্ড আমাকে ছাড়ে না, আমি কি করবো? তাছাড়া পরচর্চা এবং গল্প-গুজব প্রিয় জাতির জন্যও তো কিছুটা অবদান রাখা উচিত আমার। মিতুর জন্ম হয়েছে আমার জন্য। ঘটনা যাই ঘটুক, কোনো অঘটনের আশঙ্কা নেই। বেগম সালমা আসিফ নিজের অধিকার ছেড়ে দিয়ে এখন মানবাধিকারকর্মী অর্থাৎ মহামানবী, আল্লাহর রাস্তায় দিনাতিপাত করছেন। আমি সাধারণ মানব রয়ে গেলাম, এভাবেই থাকতে চাই। শুধু বেগমের শারীরিক সুস্থতা আর দীর্ঘায়ু কামনা করি আর বেগম তোমার হাসির দ্যুতি হোক অমলিন, চিরদিন। ভাল থেকো পাশে থেকো সুলতানা, ভালবাসা অবিরাম…’

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে পুলিশের ত্রাণ বিতরণ   ইপিজেড থানা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত   দৈনিক বরিশাল২৪.কম-এর সম্পাদক শামীম আহমেদ অসুস্থ, হাসপাতালে ভর্তি   বিশ্ব ডিম দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত   সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ট্রাফিক পুলিশ   “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ   রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস   রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস