বরিশালের সাধারণ মানুষই আমার বড় শক্তিঃ মেয়রপ্রার্থী তাপস
নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ইকবাল হোসেন তাপস বলেছেন, আমি শুণ্য থেকে এখানে এসেছি, আমার কোন আপা নেই, আমি অতি সাধারণ ঘরের মানুষ, এই শহরের সাধারণ মানুষই আমার কাছে বড়ো শক্তি, আমি যদি মেয়র নির্বাচিত হতে পারি তাহলে বরিশ<ালে একটি আইটি পার্ক নির্মাণ করবো যেখান থেকে আমাদের শিক্ষিত ছেলে-মেয়েরািউপকৃত হতে পারে।
২৮ মে রোববার বরিশাল রিপোটার্স ইউনিটিতে অনুষ্ঠিত মিট দ্যা প্রেসে এসব কথা বলেন ইকবাল হোসেন তাপস।