আমি চুরি করবো না, কাউকে চুরি করতেও দেব নাঃ ইকবাল হোসেন তাপস - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আমি চুরি করবো না, কাউকে চুরি করতেও দেব নাঃ ইকবাল হোসেন তাপস - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ২৯, ২০২৩ ১১:১৮ অপরাহ্ণ
A- A A+ Print

আমি চুরি করবো না, কাউকে চুরি করতেও দেব নাঃ ইকবাল হোসেন তাপস

আমি চুরি করবো না, কাউকে চুরি করতে দেব না- প্রকৌশলী ইকবাল হোসেন তাপস।

১২ নং ওয়ার্ডের তালুকদার বাড়িতে আয়োজিত উঠোন বৈঠকে লাঙ্গল প্রতীকের প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেছেন, আপনারা আমাকে নির্বাচিত করলে আমি প্রতিজ্ঞা করছি, আমি চুরি করবো না, কাউকে চুরি করতে দেব না। আমার চাহিদার কিছু নাই। আমার বাড়ি-গাড়ি সবকিছু আছে, আমার স্ত্রী ও সন্তানদেরও সবকিছু আছে। তাই মৃত্যুর জন্য সাড়ে তিনহাত ভালোবাসার মাটি চাই।
তাপস আরো বলেন,
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালের উন্নয়নের জন্য কোনো বরাদ্দ দেন নাই। কারণ তিনিও ভোট চোরকে বিশ্বাস করতে পারেন নাই। ভেবেছেন যে এভাবে জনসমক্ষে ভোট চুরি করতে পারে, তার হাতে টাকা দেয়াটা প্রধানমন্ত্রী সঠিক মনে করেন নাই। আমাদের দূর্ভাগ্য এতো বড়ো বড়ো নেতা থাকার পরও বরিশালের উন্নয়ন হয় নাই। ভোলা ও বরিশালের গ্যাস ঢাকায় চলে যায়।
তাপস বলেন, আমি নির্বাচিত হলে এই গ্যাস ফিরিয়ে এনে সবার আগে ভোলা ও বরিশালের অধিকার নিশ্চিত করবো ইনশাআল্লাহ।
তিনি বলেন, আমি নির্বাচিত হলে বর্ধিত এলাকা নিয়ে মাস্টারপ্ল্যান করবো। অত্যাধুনিক উৎপাদনমুখী বরিশাল গড়ে দেখাবো। শিল্পকারখানা স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এজন্য ভোলা থেকে গ্যাস অতীব জরুরী। যুব সমাজের উন্নয়নে ও বেকারত্ব দূর করতে আউটসোর্সিং কাজে গুরুত্ব দেয়া হবে।
২৯শে মে সোমবার বিকেলে মরহুম আজিজুল ইসলাম কাঞ্চন তালুকদারের বাড়ির উঠোনে ১২ নং ওয়ার্ডের বাসিন্দা নারী পুরুষের উপস্থিতিতে তিনি এ কথা বলেন।
তাপস আরো বলেন, নগরীর খালগুলোর কি দূরাবস্থা তা আমি ঘুরে ঘুরে দেখেছি। নির্বাচিত হলে এই খালগুলো পুনরুদ্ধারে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ সবার আগে নেব বলে এলাকাবাসীর কাছে প্রতিজ্ঞা করেন তাপস। এসময় তিনি মা ও শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতাল তৈরির ঘোষণা দিয়ে নিজের জন্য ভোট চাইলেন প্রকৌশলী ইকবাল হোসেন তাপস।
এসময় জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মহসিন উল ইসলাম হাবুল বলেন, যে নৌকা ডুবন্ত, সেই নৌকায় চড়ে জীবন ঝুঁকিতে ফেলবেন না।
১২ নং ওয়ার্ড তালুকদার বাড়িতে এই উঠোন বৈঠকের আয়োজক মোর্শেদ তালুকদার ফোরকানের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন আইনজীবী বশীর আহমেদ সবুজ, রুস্তম আলী খান, আক্তার রহমান সপ্রু,যুব সংহতি বরিশাল জেলা আহ্বায়ক নজরুল ইসলাম হেমায়েত, যুব সংহতি বরিশাল মহানগর আহ্বায়ক অধ্যাপক গিয়াসউদ্দিন, সদস্য সচিব রফিকুল ইসলাম,আব্দুস সালাম, প্রমূখ।

দৈনিক বরিশাল ২৪

আমি চুরি করবো না, কাউকে চুরি করতেও দেব নাঃ ইকবাল হোসেন তাপস

সোমবার, মে ২৯, ২০২৩ ১১:১৮ অপরাহ্ণ

আমি চুরি করবো না, কাউকে চুরি করতে দেব না- প্রকৌশলী ইকবাল হোসেন তাপস।

১২ নং ওয়ার্ডের তালুকদার বাড়িতে আয়োজিত উঠোন বৈঠকে লাঙ্গল প্রতীকের প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেছেন, আপনারা আমাকে নির্বাচিত করলে আমি প্রতিজ্ঞা করছি, আমি চুরি করবো না, কাউকে চুরি করতে দেব না। আমার চাহিদার কিছু নাই। আমার বাড়ি-গাড়ি সবকিছু আছে, আমার স্ত্রী ও সন্তানদেরও সবকিছু আছে। তাই মৃত্যুর জন্য সাড়ে তিনহাত ভালোবাসার মাটি চাই।
তাপস আরো বলেন,
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালের উন্নয়নের জন্য কোনো বরাদ্দ দেন নাই। কারণ তিনিও ভোট চোরকে বিশ্বাস করতে পারেন নাই। ভেবেছেন যে এভাবে জনসমক্ষে ভোট চুরি করতে পারে, তার হাতে টাকা দেয়াটা প্রধানমন্ত্রী সঠিক মনে করেন নাই। আমাদের দূর্ভাগ্য এতো বড়ো বড়ো নেতা থাকার পরও বরিশালের উন্নয়ন হয় নাই। ভোলা ও বরিশালের গ্যাস ঢাকায় চলে যায়।
তাপস বলেন, আমি নির্বাচিত হলে এই গ্যাস ফিরিয়ে এনে সবার আগে ভোলা ও বরিশালের অধিকার নিশ্চিত করবো ইনশাআল্লাহ।
তিনি বলেন, আমি নির্বাচিত হলে বর্ধিত এলাকা নিয়ে মাস্টারপ্ল্যান করবো। অত্যাধুনিক উৎপাদনমুখী বরিশাল গড়ে দেখাবো। শিল্পকারখানা স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এজন্য ভোলা থেকে গ্যাস অতীব জরুরী। যুব সমাজের উন্নয়নে ও বেকারত্ব দূর করতে আউটসোর্সিং কাজে গুরুত্ব দেয়া হবে।
২৯শে মে সোমবার বিকেলে মরহুম আজিজুল ইসলাম কাঞ্চন তালুকদারের বাড়ির উঠোনে ১২ নং ওয়ার্ডের বাসিন্দা নারী পুরুষের উপস্থিতিতে তিনি এ কথা বলেন।
তাপস আরো বলেন, নগরীর খালগুলোর কি দূরাবস্থা তা আমি ঘুরে ঘুরে দেখেছি। নির্বাচিত হলে এই খালগুলো পুনরুদ্ধারে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ সবার আগে নেব বলে এলাকাবাসীর কাছে প্রতিজ্ঞা করেন তাপস। এসময় তিনি মা ও শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতাল তৈরির ঘোষণা দিয়ে নিজের জন্য ভোট চাইলেন প্রকৌশলী ইকবাল হোসেন তাপস।
এসময় জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মহসিন উল ইসলাম হাবুল বলেন, যে নৌকা ডুবন্ত, সেই নৌকায় চড়ে জীবন ঝুঁকিতে ফেলবেন না।
১২ নং ওয়ার্ড তালুকদার বাড়িতে এই উঠোন বৈঠকের আয়োজক মোর্শেদ তালুকদার ফোরকানের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন আইনজীবী বশীর আহমেদ সবুজ, রুস্তম আলী খান, আক্তার রহমান সপ্রু,যুব সংহতি বরিশাল জেলা আহ্বায়ক নজরুল ইসলাম হেমায়েত, যুব সংহতি বরিশাল মহানগর আহ্বায়ক অধ্যাপক গিয়াসউদ্দিন, সদস্য সচিব রফিকুল ইসলাম,আব্দুস সালাম, প্রমূখ।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ   রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস   রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস   বাবা মুুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন ডিবি হারুন   সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা   জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে সুখবর   অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানালো আওয়ামী লীগ   দেশের ক্লান্তিকালে মানুষের পাশে তাপসের ‘‘বরিশাল ফরএভার লিভিং সোসাইটি’’