আমি দূর্নীতি করিনা আর কাউকে করতেও দেবনা: মেয়র সাদিক আবদুল্লাহ

শামীম আহমেদ: বরিশাল সিটি কর্পোরেশনের ২০১৯-২০ অর্থ বছরের পাঁচশ আটচল্লিশ কোটি দশ লক্ষ সাতষট্রি হাজার চারশত সায়ত্রিশ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে।
একই সাথে ২০১৮-১৯ অর্থবছরে সংশোধিত বাজেট ১২৫ কোটি ৩৩ লাখ ৮৯ হাজার ৬৪৫ টাকার সংশোধিত বাজেট উপস্থাপন করা হয়।
আজ বুধবার বিকাল সাড়ে তিনটায় নগর ভবন সংলগ্ন নগরের ফজলুল হক এভিনিউ সড়কে জনসম্মুখে এই বাজেট ঘোষনা করা হয়।
কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর উপস্থিতিতে তার পক্ষে ১ নং প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু বাজেট উপস্থাপন করেন।
বাজেটে বরিশাল সিটি কপোরেশনের পূর্বের বিভিন্ন অনিয়ম তুলে ধরা হয়। একই সাথে ২০১৮ সালের ২২ অক্টোবর বরিশাল সিটি কপোরেশনের ৪র্থ পরিষদের মেয়র হিসেবে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নির্বাচিত হওয়ার পর তার মেয়াদের এক বছরের বিভিন্ন সাফল্য তুলে ধরা হয়।
বরিশাল সিটি কর্পোরেশনের ২০১৯-২০ অর্থ বছরের বাজেটে পাঁচ বছর ও দশ বছর মেয়াদী পরিকল্পনা তুলে ধরা হয়। পাছ বছর মেয়াদী পরিকল্পনার মধ্যে নগরের ৪৩ টি খাল পুন:খনন, নগরের ৫টি খালের পাড় সংরক্ষন , জেল খালের পাড়ে বাইপাস সড়ক নির্মান, জেলখানের উপর ৪টি ব্রিজ নির্মান, নতুন বাজার স্থানন্তর করে যানজট নিরসন, আধুনিক নগর ভবন ও কাউন্সিলর দের জন্য প্রত্যেকটি ওয়ার্ডে কার্যালয় র্নিমান, বহুতল মার্কেট নির্মান, শহর রক্ষা বাঁধ র্নিমান ও রিং রোড র্নিমান, চাঁদমারী কেডিসি বধ্যভূমি, ত্রিশ গোডাউন এলাকাকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা, জলাশয় ভরাট বন্ধ করা, প্রত্যেকটি ওয়ার্ডে খেলার মাঠ র্নিমান, শিশু বান্ধব নগরী গড়ে তোলা, নিরাপদ সড়ক ব্যবস্থা, প্রসস্ত ফুটপাত তৈরী , শিশুদের সাঁতার শেখানোর ব্যবস্থা, বরিশাল ওয়াচ টাওয়ার র্নিমান, স্কাই রেস্টুরেন্ট নির্মান, নতুন পানির পাইপ লাইন স্থাপন ও গভীর নলকুপ স্থাপন করা।
এছাড়াও দশ বছর দির্ঘ মেয়াদী প্রকল্পের মধ্যে রয়েছে বরিশাল সিটি কপোরেশনের সীমনা বৃদ্ধি করা, নদীর তীরে পর্যটন শিল্প, শহর রক্ষা বাঁধ এবং আধুনিক নৌ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, নগর অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও অভিযোজন মোকাবেলায় রক্ষা বাঁধ, সমন্বিত রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা এবং বস্তিবাসির উন্নয়ন করা,জেলখানা স্থানন্তর করে সেখানে অবথিয়েটার সহ আধুনিক সাইন্স সিটি ও বিনোদন পার্ক গড়ে তোলা, বরিশাল শহরের মধ্যে অভ্যন্তরীন মেট্রেরেল চালু করা।
বাজেট পেশ অনুষ্ঠানে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, আমি জনগনের ভোটে মেয়র নির্বাচিত হয়েছি। আমি চাই জনগনকে সাথে নিয়ে কাজ করতে ।
আর তাই বাজেট অনুষ্ঠানে সাধারন মানুষকে আহবান জানানো হয়েছে। তিনি আরো বলেন, সাধারন মানুষের সহযোগীতায় বরিশালকে একটি আধুনিক মডেল শহর হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি বলেন আমি দূনীতি করিনা আর কাউকে করতেও দেবনা।
বরিশাল সিটি করপোরেশন হবে একটি স্বচ্ছ কর্পোরেশন। এখানে নগরবাসী তাদের সেবা গ্রহন করবে। প্রস্তাবিত বাজেট বরিশালের উন্নয়নে আরো বেগবান করবে উল্লেখ করে মেয়র সাদিক আব্দুল্লাহ বলেন, বরিশাল সিটি কপোরেশন একটি অত্যাধুনিক সিটি কপোরেশন হিসেবে সবার কাছে পরিচিতি লাভ করবে।
এজন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন। বাজেট ঘোষনা অনুষ্ঠানে বরিশাল সিটি কপোরেশনের ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর , প্রশাসনের কর্মকর্তা, ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থি ছিলেন।