আলোচনা ছাড়াই জিএম কাদেরকে চেয়ারম্যান ঘোষণা, দাবি রওশনের
অনলাইন নিউজ: কোনো আলোচনা ছাড়াই জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের নাম ঘোষণা করা হয়েছে বলে দাবি দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদের। সোমবার রাতে রওশন এরশাদের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে তিনি বলেন, ‘সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যম মারফত জানতে পেরেছি জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদেরকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে যা আদৌ কোনো যথাযথ ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত গৃহীত হয়নি।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্বপালনকালে জাতীয় পার্টির গঠনতন্ত্রের ধারা ২০ (২) এর ‘খ’ – এ দেওয়া ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন। যথা : মনোনীত ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেসিডিয়ামের সংখ্যাগরিষ্ঠদের মতামতের ভিত্তিতে দায়িত্ব পালন করিবেন। চেয়ারম্যানের অবর্তমানে ধারা ২০ (২)-এর ‘ক’-কে উপেক্ষা করা যাবে না। ‘
বিবৃতিতে রওশন আরও বলেন, ‘আশা করি, বর্তমানে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি পার্টির গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী চেয়ারম্যান না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন। আমি আশা করব সকল নেতা-কর্মী গঠনতনন্ত্রের প্রতি একমত পোষণ করবেন। ‘
এর আগে গত বৃহস্পতিবার (১৮ জুলাই) জিএম কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। সেদিন দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।