মানুষ দাঁড়িয়ে দেখছে, চুরির অপবাদে যুবককে রাতভর নির্যাতন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মানুষ দাঁড়িয়ে দেখছে, চুরির অপবাদে যুবককে রাতভর নির্যাতন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১৩, ২০১৯ ২:০৯ অপরাহ্ণ
A- A A+ Print

মানুষ দাঁড়িয়ে দেখছে, চুরির অপবাদে যুবককে রাতভর নির্যাতন

নিজস্ব প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে, চুরির অভিযোগ এনে জিসান হাওলাদান (১৮) নামে এক যুবককে চোখ, হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার ঘটনা ঘটেছে।

শুধু তাই নয়, নির্যাতনের পর তাকে পুলিশে দেয়া হলে পুলিশ তাকে অন্য আরেক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়।

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর ধানডোবা গ্রামের মোক্তার বাজারে।নির্যাতনের শিকার জিসান একই গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে।

জিসানের পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার রাত আনুমানিক তিন ঘটিকার সময় মোক্তার সিকদার তার লোকজন নিয়ে ঘুম থেকে জিসানকে তুলে নেয় মোক্তারের চানাচুর ফ্যাক্টরিতে, সেখানে চুরির অপবাদ দিয়ে মোক্তার সিকদারের লোকজন চোখ, হাত-পা বেঁধে এবং প্রকাশ্যে তাকে নির্মমভাবে পেটায়।

রাতভর চলে এ অমানবিক নির্যাতন। পরদিন সকালে তাকে পুলিশের হাতে তুলে দেয় নির্যাতনকারীরা।

ওইদিন পুলিশ তাকে সালতা গ্রামের পুরানোর এক ডাকাতি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে।

পরবর্তীতে জিসানের নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও গৌরনদী মডেল থানার পুলিশ জিসান ও তার পরিবারকে কোন সহয়তা না করে তারিয়ে দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, চোখ ও হাত-পা বাঁধা রয়েছে একজনের আর জিসানকে কয়েকজন বেধরক পেটাচ্ছে। এ সময় নিজেকে নির্যাতনের হাত থেকে বাঁচতে কাকুতি-মিনতি জানাচ্ছে।

আশপাশে থাকা লোকজন দাঁড়িয়ে দেখছিল। কেউ তাকে বাঁচাতে এগিয়ে না আসলেও জিসানের মা তাকে নির্যাতনের হাতথেকে রক্ষা করতে এসে নিজেও নির্যাতনের স্বিকার হয়েছে।

জিসানের নানা,ফজলুল হক হাওলাদার বলেন, আমার নাতি যদি এই এলাকায় চুরি করে থাকে তবে তাকে কেন অন্য এলাকার ডাকাতি মামলায় আদলতে পাঠিয়েছে।

তিনি বলেন, আমার নাতিকে পরিকল্পিতভাবে মোক্তার সিকদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী চোখ, হাত-পা বেঁধে এ অমানবিক নির্যাতন চালায়। আমি এ রহস্যের সত্যতা উদঘাটনসহ তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

খোঁজ নিয়ে জানা গেছে, যে দোকান চুরির ঘটনায় যুবকদের ধরে অমানুষিক নির্যাতন করেছে,আসলে সে দোকান মালিক থানায় কোন অভিযোগ করেনি।

নির্যাতনকারিরাও ওই যুবকদের বিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের করেনি।

অন্যদিকে, বৃহষপতিবার বিকালে সরেজমিনে ওই দোকানটি পরিদর্শনকালে দোকানটি খোলা পাওয়া গেছে, এবং দোকানের মালিকের নির্যাতনের স্বীকার যুবককদের প্রতি অভিযোগ নেই।নির্যাতিত যুবক জিসানের মা, মুকুলি বেগম অভিযোগ করেন, আমার নিরপরাধ ছেলে সহ আমাকে, আমার বাবাকে নির্যাতন করা হয়েছে। তার ওপর মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। আমি এই ঘটনার বিচার কার কাছে চাইব?এবিষয়ে অনেক বার থানায় গেলেও আমাকে তারিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মামলার আইয়ুর দায়ীত্ব থাকা গৌরনদী মডেল থানার এসআই উপ পরিদর্শক সগীর হোসেন কোন স্বদউত্তর দিতে পারে নাই।

দৈনিক বরিশাল ২৪

মানুষ দাঁড়িয়ে দেখছে, চুরির অপবাদে যুবককে রাতভর নির্যাতন

শনিবার, জুলাই ১৩, ২০১৯ ২:০৯ অপরাহ্ণ | আপডেটঃ জুলাই ১৩, ২০১৯ ২:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে, চুরির অভিযোগ এনে জিসান হাওলাদান (১৮) নামে এক যুবককে চোখ, হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার ঘটনা ঘটেছে।

শুধু তাই নয়, নির্যাতনের পর তাকে পুলিশে দেয়া হলে পুলিশ তাকে অন্য আরেক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়।

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর ধানডোবা গ্রামের মোক্তার বাজারে।নির্যাতনের শিকার জিসান একই গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে।

জিসানের পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার রাত আনুমানিক তিন ঘটিকার সময় মোক্তার সিকদার তার লোকজন নিয়ে ঘুম থেকে জিসানকে তুলে নেয় মোক্তারের চানাচুর ফ্যাক্টরিতে, সেখানে চুরির অপবাদ দিয়ে মোক্তার সিকদারের লোকজন চোখ, হাত-পা বেঁধে এবং প্রকাশ্যে তাকে নির্মমভাবে পেটায়।

রাতভর চলে এ অমানবিক নির্যাতন। পরদিন সকালে তাকে পুলিশের হাতে তুলে দেয় নির্যাতনকারীরা।

ওইদিন পুলিশ তাকে সালতা গ্রামের পুরানোর এক ডাকাতি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে।

পরবর্তীতে জিসানের নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও গৌরনদী মডেল থানার পুলিশ জিসান ও তার পরিবারকে কোন সহয়তা না করে তারিয়ে দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, চোখ ও হাত-পা বাঁধা রয়েছে একজনের আর জিসানকে কয়েকজন বেধরক পেটাচ্ছে। এ সময় নিজেকে নির্যাতনের হাত থেকে বাঁচতে কাকুতি-মিনতি জানাচ্ছে।

আশপাশে থাকা লোকজন দাঁড়িয়ে দেখছিল। কেউ তাকে বাঁচাতে এগিয়ে না আসলেও জিসানের মা তাকে নির্যাতনের হাতথেকে রক্ষা করতে এসে নিজেও নির্যাতনের স্বিকার হয়েছে।

জিসানের নানা,ফজলুল হক হাওলাদার বলেন, আমার নাতি যদি এই এলাকায় চুরি করে থাকে তবে তাকে কেন অন্য এলাকার ডাকাতি মামলায় আদলতে পাঠিয়েছে।

তিনি বলেন, আমার নাতিকে পরিকল্পিতভাবে মোক্তার সিকদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী চোখ, হাত-পা বেঁধে এ অমানবিক নির্যাতন চালায়। আমি এ রহস্যের সত্যতা উদঘাটনসহ তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

খোঁজ নিয়ে জানা গেছে, যে দোকান চুরির ঘটনায় যুবকদের ধরে অমানুষিক নির্যাতন করেছে,আসলে সে দোকান মালিক থানায় কোন অভিযোগ করেনি।

নির্যাতনকারিরাও ওই যুবকদের বিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের করেনি।

অন্যদিকে, বৃহষপতিবার বিকালে সরেজমিনে ওই দোকানটি পরিদর্শনকালে দোকানটি খোলা পাওয়া গেছে, এবং দোকানের মালিকের নির্যাতনের স্বীকার যুবককদের প্রতি অভিযোগ নেই।নির্যাতিত যুবক জিসানের মা, মুকুলি বেগম অভিযোগ করেন, আমার নিরপরাধ ছেলে সহ আমাকে, আমার বাবাকে নির্যাতন করা হয়েছে। তার ওপর মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। আমি এই ঘটনার বিচার কার কাছে চাইব?এবিষয়ে অনেক বার থানায় গেলেও আমাকে তারিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মামলার আইয়ুর দায়ীত্ব থাকা গৌরনদী মডেল থানার এসআই উপ পরিদর্শক সগীর হোসেন কোন স্বদউত্তর দিতে পারে নাই।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ট্রাফিক পুলিশ   “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ   রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস   রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস   বাবা মুুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন ডিবি হারুন   সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা   জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে সুখবর   অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানালো আওয়ামী লীগ