আসছে ঈদে নাটক ‘লায়লা মজনুর কোরবানি’
কোরবানি ঈদকে সামনে রেখে পশুর হাটের ইজারা নিয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। আর সেই হাটের গরুর পাইকার জাকিয়া বারী মম। তবে পুরো বিষয়টি হয়েছে নাটকে। ঈদকে সামনে রেখে এমনই এক গল্পে নির্মিত হচ্ছে নাটক ‘লায়লা মজনুর কোরবানি’। এটি নির্মাণ করছেন এস এ হক অলিক।
দৈনিক আমাদের সময় অনলাইনকে অলিক বলেন, ‘দারুণ হাসির একটি গল্প। তবে গল্পে উঠে এসেছে সমাজের অনেক অসঙ্গতি। গতকাল রাজধানীর তিন’শ ফিটে এর দৃশ্য ধারণ শেষ হয়েছে। নাটকে লায়লার চরিত্রে অভিনয় করেছেন মম আর অপূর্বকে দেখা যাবে মজনুর ভূমিকায়।’
নাটক প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘গল্পে দর্শক ভিন্নতা খুঁজে পাবেন। নিজেকেও উপস্থাপন করা হয়েছে ভিন্ন গেটআপে। গল্পটি মজার হলেও অনেক শিক্ষণীয় বিষয় আছে এতে। আশা করি, নাটকটি সবার ভালো লাগবে।’
অপূর্ব-মমর পাশাপাশি ‘লায়লা মজনুর কোরবানি’ নাটকে আরও অভিনয় করেছেন শ্যামল জাকারিয়া, স্মরণ সাহাসহ অনেকে।