ইপিজেড থানা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইপিজেড থানা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টবর বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিজেড থানা বিএনপির সভাপতি, সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফ উদ্দীন। এছাড়াও থানা যুবদলের সাবেক আহবায়ক হুসেন মোবারক রিয়াদ, সাবেক সদস্য সচিব এ জে এম সোহেল, যুবদল নেতা ফোরকান আহমেদ সহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আগত চিকিৎসাসেবা প্রার্থীদের মধ্যে ফ্রী ঔষুধ প্রদান করা হয়।