ইভটিজিং প্রতিরোধ সহ নানা অপরাধ দমনে তজুমদ্দিনে মতবিনিময় সভা

সাইফুল ইসলাম:ভোলা তজুমদ্দিনে শম্ভুপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বাল্য বিবাহ, ইভটিজিং মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(২১ আগস্ট) বুধবার দুপুরে শম্ভুপুর ইউনিয়ন পরিষদের হলরুমে ভারপ্রপ্ত চেয়ারম্যান জয়নাল আবদীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ আশরাফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মদ, ইউপি সদস্য ও শম্ভুপুর ইউনিয়ন দক্ষিণ আ’লীগ সভাপতি মাকসুদুর রহমান পাটওয়ারী।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা সমাজবেসা কর্মকর্তা মোঃ মাছুম বিল্লাহ্, ইউপি সদস্য মোঃ রাজিব, শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মোঃ শরীফ হোসেন, শম্ভুপুর দক্ষিণ শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ও আজকের ভোলা প্রতিনিধি মোঃ শিহাব উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা ইউপি সচিব মোঃ মেজবাহ উদ্দিন সম্রাট।