ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না : ট্রাম্প - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না : ট্রাম্প - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৮, ২০১৯ ১:০৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না : ট্রাম্প

অনলাইনি ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না।

বিশেষজ্ঞরা যখন বলছেন ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হলে তা দীর্ঘদিন ধরে চলবে তখন ট্রাম্প ভিন্ন কথা বললেন। মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে বুধবার ট্রাম্প বলেন, তিনি ইরানের সঙ্গে যুদ্ধ এড়ানোর চেষ্টা করছেন তবে যদি যুদ্ধ শুরু হয় তাহলে তাতে পদাতিক বাহিনী জড়াবে না।

ফলে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না। ট্রাম্প বলেন, “আমি বলছি না পদাতিক সেনা যাবে। আমি এও বলছি না যে, সেখানে আমরা ১০ লাখ সেনা পাঠাব। আমি নিতান্তই বলছি যে, যুদ্ধ শুরু হলে তা দীর্ঘস্থায়ী হবে না।” গত সপ্তাহে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি আমেরিকার একটি ড্রোন ভূপাতিত করার পর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলার নির্দেশ দেন এবং শেষ মুহূর্তে তিনি তা বাতিল করেন।

তার এ সিদ্ধান্তকে ট্রাম্প সঠিক বলে মন্তব্য করেন। তিনি বলেন, “আমি ইরানিদের খুব পছন্দ করি, আমি তাদেরকে হত্যা করতে চাইনি।” অপরদিকে, রাশিয়া বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকা যদি যুদ্ধের মতো কোনো পাগলামি পূর্ণ সিদ্ধান্ত নেয় তাহলে তেহরান একা থাকবে না বরং বহু দেশ তার পাশে দাঁড়াবে। ইরান ও আমেরিকার মধ্যে যখন চরম উত্তেজনা বিরাজ করছে তখন আফগানিস্তান বিষয়ক রাশিয়ার বিশেষ দূত জামির কাবুলভ একথা বললেন।

মার্কিন টেলিভিশন চ্যানেল বøুমবার্গ জানিয়েছে, বুধবার কাবুলভ মস্কোয় সাংবাদিকদের বলেন, “আল্লাহ মাফ করুন, আমেরিকা যদি এককভাবে পাগলামিপূর্ণ ও দায়িত্বজ্ঞানহীন কোনো পদক্ষেপ নেয় তাহলে ইরান কখনো একা থাকবে না।” তিনি বলেন, “শুধু রাশিয়া নয় বরং বহু দেশ ইরানের প্রতি সহানুভূতিশীল।” কাবুলভ বলেন, তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে সশস্ত্র সংঘাতের আশংকা রয়েছে তবে এখনো কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করা সম্ভব।

তিনি বলেন, “প্রকৃতপক্ষে আমি যুদ্ধ চাই না। যখন আমরা যুদ্ধের কথা বলি তখন মাঝেমধ্যে তা স্বল্প সময়ের সংঘাতকে বোঝায়। দুর্ভাগ্যজনক হচ্ছে এই আশংকা এখন উড়িয়ে দেয়া যাচ্ছে না কারণ উত্তেজনা এখন চরমে। অবশ্য এটি এড়ানো অসম্ভব নয়; এজন্য রাশিয়া সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।”

পার্সটুডে

দৈনিক বরিশাল ২৪

ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না : ট্রাম্প

শুক্রবার, জুন ২৮, ২০১৯ ১:০৯ পূর্বাহ্ণ

অনলাইনি ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না।

বিশেষজ্ঞরা যখন বলছেন ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হলে তা দীর্ঘদিন ধরে চলবে তখন ট্রাম্প ভিন্ন কথা বললেন। মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে বুধবার ট্রাম্প বলেন, তিনি ইরানের সঙ্গে যুদ্ধ এড়ানোর চেষ্টা করছেন তবে যদি যুদ্ধ শুরু হয় তাহলে তাতে পদাতিক বাহিনী জড়াবে না।

ফলে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না। ট্রাম্প বলেন, “আমি বলছি না পদাতিক সেনা যাবে। আমি এও বলছি না যে, সেখানে আমরা ১০ লাখ সেনা পাঠাব। আমি নিতান্তই বলছি যে, যুদ্ধ শুরু হলে তা দীর্ঘস্থায়ী হবে না।” গত সপ্তাহে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি আমেরিকার একটি ড্রোন ভূপাতিত করার পর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলার নির্দেশ দেন এবং শেষ মুহূর্তে তিনি তা বাতিল করেন।

তার এ সিদ্ধান্তকে ট্রাম্প সঠিক বলে মন্তব্য করেন। তিনি বলেন, “আমি ইরানিদের খুব পছন্দ করি, আমি তাদেরকে হত্যা করতে চাইনি।” অপরদিকে, রাশিয়া বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকা যদি যুদ্ধের মতো কোনো পাগলামি পূর্ণ সিদ্ধান্ত নেয় তাহলে তেহরান একা থাকবে না বরং বহু দেশ তার পাশে দাঁড়াবে। ইরান ও আমেরিকার মধ্যে যখন চরম উত্তেজনা বিরাজ করছে তখন আফগানিস্তান বিষয়ক রাশিয়ার বিশেষ দূত জামির কাবুলভ একথা বললেন।

মার্কিন টেলিভিশন চ্যানেল বøুমবার্গ জানিয়েছে, বুধবার কাবুলভ মস্কোয় সাংবাদিকদের বলেন, “আল্লাহ মাফ করুন, আমেরিকা যদি এককভাবে পাগলামিপূর্ণ ও দায়িত্বজ্ঞানহীন কোনো পদক্ষেপ নেয় তাহলে ইরান কখনো একা থাকবে না।” তিনি বলেন, “শুধু রাশিয়া নয় বরং বহু দেশ ইরানের প্রতি সহানুভূতিশীল।” কাবুলভ বলেন, তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে সশস্ত্র সংঘাতের আশংকা রয়েছে তবে এখনো কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করা সম্ভব।

তিনি বলেন, “প্রকৃতপক্ষে আমি যুদ্ধ চাই না। যখন আমরা যুদ্ধের কথা বলি তখন মাঝেমধ্যে তা স্বল্প সময়ের সংঘাতকে বোঝায়। দুর্ভাগ্যজনক হচ্ছে এই আশংকা এখন উড়িয়ে দেয়া যাচ্ছে না কারণ উত্তেজনা এখন চরমে। অবশ্য এটি এড়ানো অসম্ভব নয়; এজন্য রাশিয়া সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।”

পার্সটুডে

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে পুলিশের ত্রাণ বিতরণ   ইপিজেড থানা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত   দৈনিক বরিশাল২৪.কম-এর সম্পাদক শামীম আহমেদ অসুস্থ, হাসপাতালে ভর্তি   বিশ্ব ডিম দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত   সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ট্রাফিক পুলিশ   “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ   রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস   রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস