ঈদের আগের তিনদিন রাত ৮টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের আগের তিন দিন কোরবানির হাটের নিকটবর্তী ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৭ আগস্ট) দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, আগামী শুক্রবার, শনিবার ও রোববার কোরবানির হাটের নিকটবর্তী ব্যাংকের সব শাখাসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত ব্যাংক খোলা রাখতে হবে।
হাটগুলোতে আর্থিক লেনদেনের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, সাপ্তাহিক ও সাধারণ ছুটির তিন দিন (৯, ১০, ১১ আগস্ট) দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের যুক্তিসঙ্গত ভাতা দিতে হবে।
এবারের ঈদুল আজহা উদযাপিত হবে ১২ আগস্ট সোমবার। গত ২ আগস্ট শুক্রবার চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সুত্র:পূর্বকোণ