ঈদের ছুটি শেষে বরিশাল থেকে নদী পথে কর্মস্থলে ফিরছে মানুষ
শামীম আহমেদ: পবিত্র ঈদ-উল-আজহা শেষে কর্মস্থলে ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ। যার কারণে বরিশাল নদী বন্দরে বেশ ভিড়। এবার নতুন দুটি বিলাশবহুল লঞ্চ যুক্ত হলেও লঞ্চগুলোতে বোঝাই হয়ে ফিরছে যাত্রীরা।
লঞ্চঘাট ঘুরে দেখা গেছে, ঘাটে যাত্রীদের প্রচুর ভিড়। যে যার মতো করে লঞ্চগুলোর ডেকে সিট নেওয়ার জন্য চেষ্টা করছে। এবারে ঈদ বিশেষ সার্ভিসে বরিশাল-ঢাকা রুটে ৩৩ টি লঞ্চ রয়েছে। যা গেল ঈদের চেয়ে দুটি বেশী।
এর ফলে লঞ্চে সহজেই জায়গা পেয়েছে যাত্রীরা। আবহাওয়া কখনো বা বৈরী হলেও এসব উপেক্ষিত হচ্ছে
কারণ কর্মস্থলে ফিরতে হবে তাদের।
এদিকে বিআইডব্লিউটিএ এবং লঞ্চ কর্তৃপক্ষ যাত্রীদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছেন। যাত্রীদের নিরাপত্তায় এবার পুলিশের সদস্য সংখ্যা বৃদ্ধির পাশপাশি যাতায়াতে সুবিধার্থে বিশেষ ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।
লঞ্চ যাত্রী আশরাফ জানান, লঞ্চে ভির হতে পারে, তাই আগে-ভাগে ঘাটে এসেছি। লঞ্চের ডেকে বিছানা পেতে সিট নিয়েছি। আশা রাখি এই যাত্রায় কোনো অসুবিধা হবেনা।
বরিশোল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা সরকার মিঠু জানান, লঞ্চ যাত্রীদের জন্য গেল ঈদের চেয়ে এবার নতুন দুটি বিলাসবহুল লঞ্চ যুক্ত হয়েছে।
আর যাত্রীদের নিরাপত্তায় রয়েছে বিশেষ নিরাপত্তার স্তরে। যার কারণে এবারের ঈদ-উল-আজহায় যাত্রীরা যেমনি স্বাচ্ছন্দে বাড়ি ফিরেছে, তেমনি কর্মস্থলে যেতে পারছে।
শামীম আহমেদ