ঈদে পাবনার পাকশীর জোড়া সেতু এলাকায় মানুষের ঢল

মোঃ ইয়াছিন শেখ (ঈশ্বরদী) পাবনা : পবিত্র ঈদুল আযহা এর ছুটিতে পর্যটন নগরী প্রাচীনতম রেলওয়ে নৈসর্গিক শহর ঈশ্বরদীর পাকশী জোড়া সেতু এলাকায় বিনোদন প্রিয় হাজারো মানুষের ঢল নেমেছে।
ঈশ্বরদীতে উল্লেখযোগ্য কোন বিনোদন কেন্দ্র না থাকায় ঈশ্বরদী ও এর আশেপাশের হাজার হাজার নারী-পুরুষ, কিশোর-কিশোরী ও শিশুরা ইট পাথরের পরিবেশ ছেড়ে প্রশান্তির আশায় দল বেঁধে ছুটে যায় রেল সেতু পাকশী হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতুর মাঝামাঝি প্রমত্তা পদ্মা নদীর পাড়ে।
বিশাল আকৃতির দুটি সেতু পাশাপাশি স্থাপিত হওয়ায় এই এলাকায় অন্যধরনের এক পর্যটনকেন্দ্রের মত দৃষ্টি নন্দন পরিবেশ আর সুবিশাল এলাকাজুড়ে পদ্মা নদীর ফাঁকা স্থানে সময় কাটিয়ে প্রশান্তি খুঁজে পান মানুষ।
ঈদের দিন থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ঈদের আনন্দ উপভোগ করতে ছুটে আসছে পাকশীর জোড়া সেতু এলাকায়।
পাকশীর আজাদ হোসেন, বিশেষ দিন মানেই হাজারো মানুষের প্রাণের মিলন মেলা বসে পর্যটন এলাকা খ্যাত পাকশীতে। এছাড়াও রেলওয়ে শহর পাকশীতে সুবিশাল এলাকা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে “পাকশী রিসোর্ট” নামের একটি অত্যাধুনিক বিনোদন কেন্দ্র। যেখানে বিনোদনের সকল সুযোগ-সুবিধা রয়েছে পর্যাপ্ত।
এই রিসোর্টে ঈদের দিন থেকেই হাজার হাজার মানুষ এসে ঈদের আনন্দ উপভোগ করছে। এই রিসোর্টটি পাকশীর সৌন্দর্যকে আরও এক ধাপ এগিয়ে নেয়ার পাশাপাশি ছুটি ও বিশেষ দিনে মানুষের বিনোদনের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
ঈদের এ সপ্তাহ পাকশীতে হাজারো মানুষের ঢল। সকাল বিকাল শুধু মানুষ আর মানুষ।এদিকে বৃষ্টি হলেও বসে নেই ভ্রমণ পিপাসু ব্যক্তিরা। ঝড় বৃষ্টি কে তোয়াক্কা করেই ছুটে চলেছে জোড়া সেতু এলাকায়