ঈদ-উল-আযহা উপলক্ষে বরিশালে চলছে জেলা প্রশাসনের মনিটরিং
মো:জিহাদ রানা,দৈনিক বরিশাল ২৪.কম: ঈদ-উল-আযহা উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত মনিটরিং কার্যক্রম চলছে।
আজ ৯ আগস্ট সন্ধায় বরিশাল নগরীর বিভিন্ন স্থানে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় নগরীর জাগুয়া বাজার গরুর হাট এবং চৌমাথা বাজার গরুর হাটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় ক্রেতা বিক্রেতার ও ইজারাদার দের সাথে কথা বলেন। পাশাপাশি রুপাতলী বাসস্ট্যান্ডে এবং বরিশাল লঞ্চঘাটে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
যাত্রীদের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত ভাড়া আদায় অতিরিক্ত যাত্রী বহনসহ বিভিন্ন বিষয় নিয়ে যাত্রী এবং লঞ্চ এবং বাস মালিকদের সাথে কথা বলেন।
মনিটরিং কার্যক্রম পরিচালনা করের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ। এসময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন কোতোয়ালি মডেল থানার পুলিশের সদস্যবৃন্দ।