উত্তর কোরিয়ার চ্যাম্পিয়নদের হারিয়ে দিল আবাহনী
স্পোর্টস নিউজ: এফসি কাপের ইন্টারজোন প্লে-অফ সেমিফাইনালের প্রথম লেগে উত্তর কোরিয়ার ফুটবল লীগের চ্যাম্পিয়ন টিম এপ্রিল টোয়েন্টি ফাইভকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে ঢাকা আবাহনী।
বুধবার (২১ আগস্ট) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উত্তর কোরিয়ার ক্লাবটিকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালের মিশন শুরু করেছে বাংলাদেশের ক্লাবটি। স্বাগতিকদের পক্ষে জোড়া গোল করেন সানডে চিজোবা। একটি করে গোল করেন সোহেল রানা ও নাবীব নেওয়াজ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ বুধবার শুরু থেকেই পাল্টাপাল্টি আক্রমণ শানাতে থাকে দল দু’টি। তবে প্রথম সাফল্য পায় আবাহনী। ৩৩তম মিনিটে নাবীব নেওয়াজ জীবনের ব্যাক হিল থেকে পাওয়া বলে লিড এনে দেন সোহেল রানা। কিন্তু দুই মিনিটের বেশি লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ৩৫তম মিনিটে কোরিয়ান ক্লাবকে সমতায় ফেরান চো জোং হিয়োক।
দুই মিনিট পর আবারো লিড নেয় ঢাকা জায়ান্টরা। ৩৭তম মিনিটে ওয়ালী ফয়সালের অ্যাসিস্টে গোল করেন জীবন। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী।
বিরতি থেকে ফিরে আবারো সমতায় ফেরে অতিথিরা। ৫৪তম মিনিটে রিম চোল মিনের কোনাকুনি শটে পরাস্ত হন আবাহনীর গোলরক্ষক শহীদুল।
সমতায় ফিরলেও বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি আবাহনীকে। ৫৭তম মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবার গোলে আবারো লিড নেয় লাল-সবুজের দল। ৬১তম মিনিটে চিজোবা নিজের দ্বিতীয় গোল করলে, ব্যবধান দিগুণ করে আবাহনী লিমিটেড।
৭৬তম মিনিটে পাক সং রকের হেডে ব্যবধান কমালেও আর ম্যাচে ফিরতে পারেনি উত্তর কোরিয়ার লিগের ১৮বারের চ্যাম্পিয়নরা।
আগামী ২৮ আগস্ট ফিরতি লেগে উত্তর কোরিয়ার মাঠে মুখোমুখি হবে দল দু’টি।