উত্তাল মেঘনায় প্রানহানি এড়াতে চাঁদপুরে জেলেদের লাইফ জ্যাকেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর অংশের পদ্মা মেঘনা নদীতে বর্ষার অধিক পানি প্রবাহের কারনে এখন উত্তাল। গতরাতেও ট্রলার ডুবি হয়ে ২ টি প্রানহানি ঘটেছে।
তাই নদীতে ভ্রমণকারী পর্যটক ও খেয়ার মাঝিদের নিরাপত্তার জন্য আজ বেলা ১ ঘটিকায় শতাধিক নৌকার মাঝিকে চাঁদপুর বড় স্টেশনে সমবেত করে সচেতনতামূলক মতবিনিময় সভা করা হয় । তাছাড়া ১০০টি নৌকায় ১০০ টি লাইফ জ্যাকেট জেলা প্রশাসন, চাঁদপুর এর পক্ষ থেকে বিতরণ করা হয়েছে ।
নদীতে ভ্রমণকারী পর্যটক ও নদী পারাপারের যাত্রীসাধারণকেও আরো সচেতন হওয়ার জন্য জেলা প্রশাসন, চাঁদপুর এর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামান, উপজেলা নির্বাহী অফিসার, চাঁদপুর সদর জনাব কানিজ ফাতিমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম ও উজ্জ্বল হোসেন, অফিসার ইনচার্জ, নৌ পুলিশ জনাব আবু তাহের, চাঁদপুর পৌরসভার বাজার কর্মকর্তা জনাব জহিরসহ সাংবাদিকবৃন্দ ।