উপবৃত্তিপ্রাপ্তদের বিকাশ অ্যাকাউন্ট খোলা চলবে ২৫ জুলাই পর্যন্ত
অনলাইন নিউজ: মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি, ২য় পর্যায়ের প্রকল্পের ২০১৯ খ্রিষ্টাব্দের উপবৃত্তিপ্রাপ্ত নতুন শিক্ষার্থীদের বিকাশ অ্যাকাউন্ট খোলার কাজ শুরু হয়েছে। আগামী ২৫ জুলাই পর্যন্ত অ্যাকাউন্ট খোলার কাজ চলমান থাকবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এ সংক্রান্ত চিঠি পাঠিয়ে বিষয়টি জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
নির্ধারিত সময়ের মধ্যে কেউ বিকাশ অ্যাকাউন্ট খুলতে ব্যর্থ হলে বা কোন প্রকার সমস্য দেখা দিলে তা ইমেইলে মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি ২য় পর্যায়ের প্রকল্পের পরিচালক শরীফ মুর্তজা মামুনকে (pdsesp2nd@gmail.com) জানাতে বলা হয়েছে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের।
বিকাশ অ্যকাউন্ট খোলার ক্ষেত্রে পাঠানো ACTSS এ কোন শিক্ষার্থীর নাম না থাকলে বাদপড়া শিক্ষার্থীদের SFSF-1 ফরমের সফট কপি মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি প্রকল্পের পরিচালকে ইমেইল পাঠাতে বলা হয়েছে।
এদিকে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো চিঠিতে আরও বলা হয়, ২০১৮ খ্রিষ্টাব্দের জানুয়ারি-জুন মাস পর্যন্ত উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের টিউশন ফিয়ের টাকা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অগ্রণী ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। কোন প্রতিষ্ঠান টিউশন ফিয়ের টাকা না পেলে তা নির্ধারিত ছকে প্রতিষ্ঠানের আইডি নম্বর, নাম, অ্যকাউন্ট নম্বর ও শাখার নাম উল্লেখ করে মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি ২য় পর্যায়ের প্রকল্পের পরিচালককে ইমেইলে পাঠাতে বলা হয়েছে।