একজন সচেতন অভিভাবক ছিলেন আনিসুর রহমান
সোহেল আহমেদঃ কাগজে কলমে তিনি শিক্ষিত ছিলেন না। অর্থাভাবে লেখাপড়া করার সুযোগ হয়নি তাই বলে নিজ সন্তানকে শিক্ষাবন্ঞিত হতে দিবেনা, জীবন এর শেষ রক্তবিন্দু দিয়ে হলেও একমাত্র সন্তানকে শিক্ষার আলোয় আলোকিত করার প্রচন্ড ইচ্ছে ছিল তাঁর। বলছি একজন সচেতন অভিভাবক আনিস ভাই এর কথা। আজ বুধবার অত্যন্ত সচেতন এই মানুষটির প্রথম মৃত্যু বার্ষিকি। গতো বছরের আজকের দিনে পৃথিবী থেকে বিদায় নেন তিনি। রেখে যান সেই আদরের একমাত্র সন্তান ফরহাদ কে।