এখন অনলাইনেই বন্দি গানের দুনিয়া
অনলাইন নিউজ: জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সঙ্গীতপরিচালক বাপ্পা মজুমদার। নতুন গান প্রকাশের পাশাপাশি নিয়মিত স্টেজ শো করছেন।
বর্তমান ব্যস্ততা কী নিয়ে?
** বাপ্পা: কিছুদিন ধরে অসুস্থ আছি। তাই গান নিয়ে তেমন ব্যস্ততা নেই। অনেক কাজ আছে হাতে সুস্থ হয়ে শুরু করব।
এবারে ঈদ উপলক্ষে আপনার কয়েকটি গান প্রকাশ হয়েছে। সেগুলো থেকে কেমন সাড়া পাচ্ছেন?
** বাপ্পা: গান তো এখন অনলাইনে বন্দি। শ্রোতা-দর্শক অনলাইনে গান দেখছেন-শুনছেন। নিজের ভালো ও মন্দ লাগার বিষয় সরাসরি মন্তব্যের ঘরে লিখছেন। সে অনুযায়ী ভালোই সাড়া পাচ্ছি।
মন্তব্য ও ভিউয়ার্স- এ বিষয়গুলোকে কতটা গুরুত্ব দেন?
** বাপ্পা: আসলে যে যুগে আমরা এখন বাস করছি সবকিছু একসঙ্গে বলা কঠিন। তবে হ্যাঁ, আগে মানুষ গান শোনার পাশাপাশি গাইতো। এখন সেটা হচ্ছে না। এটি দুঃখজনক। তবে কিছু কিছু গান মানুষ গায়। বেশিরভাগ গান ভিউয়ার্স দিয়েই হিসাব করা হচ্ছে। বিশেষ কিছু বলতে চাই না। সময়ই সব বলে দেবে।
সম্প্রতি নজরুল সঙ্গীত গাইলেন….
** বাপ্পা: এটা আমার ভালো লাগা থেকে। আমি আমার সেরা মিউজিক ও গায়কী দেয়ার চেষ্টা করেছি। গানের ভিডিও প্রকাশের পর ভালোই সাড়া পাচ্ছি।
গান নিয়ে কি পরিকল্পনা আছে?
** বাপ্পা: গত বছর থেকেই পরিকল্পনা করে আসছি ‘সঞ্জীব’ অ্যালবাম প্রকাশ করব। গত বছর পারিনি। চলতি বছর বের করব। এ নিয়ে কাজ করছি। এতে ১১টি গান রাখার চিন্তা করেছিলাম। কিন্তু ৮টি গান রাখব। পাশাপাশি কনসার্ট, টিভি শো করব।