এটিএম বুথে পাওয়া যাবে পানি (ভিডিও)
সে দিন আর দূরে নয়, যখন সব সমস্যা ভুলে মানুষ খুঁজে বেড়াবে এক ফোঁটা পানি। সারা বিশ্ব জুড়েই পানি সঙ্কট তীব্র আকার ধারণ করেছে। সেই সঙ্কটের ঢেউ কীভাবে ভারতে আঁছড়ে পড়বে তার আভাস সম্প্রতি দিয়েছে দেশটির একটি কমিশনের প্রতিবেদন।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের মধ্যে রাজধানী নয়াদিল্লি, চেন্নাই, হায়দরাবাদ ও বেঙ্গালুরু-সহ দেশটির ২১টি শহরের ভূগর্ভস্থ পানি একেবারে শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, ২০৩০ সালের মধ্যে ভারতের ৪০ শতাংশ মানুষের কাছে থাকবে না কোনো খাওয়ার পানি।
আগামী দিনে প্রায় ৬০ কোটি ভারতীয়কে তীব্র পানি সঙ্কটের মোকাবেলা করতে হবে হুঁশিয়ারি দেয়া হয়েছে প্রতিবেদনে।