এডিস মশা দমনে কুষ্টিয়া পুলিশ সুপারের অভিযান
নিজস্ব প্রতিনিধি: এডিস মশা দমনে কুষ্টিয়া পুলিশ সুপারের অভিযান পরিচালিত হয়েছে। আজ শনিবার (৩ আগষ্ট) কুষ্টিয়া জেলার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার) ডেঙ্গু প্রতিরোধ অভিযানে সরাসরি অংশগ্রহন করেন।
জেলার অত্যন্ত আস্থাভাজন পুলিশ অফিসারের বিভিন্ন দিক নির্দেশনায় পুলিশ লাইন্স, কুষ্টিয়াসহ জেলা পুলিশের সকল ইউনিট পরিস্কার পরিছন্ন অভিযান শুরু হয়।
ডেঙ্গু কি? ডেঙ্গু জ্বরের লক্ষণ কি? প্রাথমিক ব্যবস্থাপনা এবং ডেঙ্গু প্রতিকারের চেয়ে প্রতিশেধক উত্তম মর্মে লিফলেট বিতরণ করেন।
এসময় কুষ্টিয়া জেলার ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। অভিযান থেকে জনসাধারনকেও নিজ আঙ্গিনা পরিচ্ছন্ন রাখার জন্য আহবান জানান।