এরশাদের রোগমুক্তি কামনায় জাতীয় পার্টির বনানী কার্যালয়ে দোয়া

অনলাইন নিউজ:সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। জাতীয় ওলামা পার্টি এ দোয়ার আয়োজন করে।
সংগঠনের সভাপতি ক্বারী মো. হাবিবুল্লাহ বেলালীর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।
পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান নুরুর ইসলাম নুরু প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
জিএম কাদের দোয়া চেয়ে বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদকে অত্যাধুনিক চিকিৎসা দেয়া হচ্ছে। তারপরও তার অবস্থা অপরিবর্তিত।
এখন দোয়াই় একমাত্র পথ বলে তিনি মনে করেন। তাই দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করছি।