এরশাদের রোগমুক্তি কামনায় বরিশালে জাতীয় ছাত্রসমাজ এর দোয়া অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি বর্তমান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মাদ এরশাদের রোগমুক্তি কামনা করে বরিশালে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) জাতীয় পার্টির কার্যালয়ে বরিশাল মহানগর জাতীয় ছাত্র সমাজ এর উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়।
এসময়বরিশাল মহানগর সভাপতি মোঃ আশিকুর রহমান আশিক দোয়া মোনাজাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সাংগঠনিক সম্পাদক মায়িন মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এ,কে,এম মোস্তফা, মহানগর জাতীয় যুব সংহতির সদস্য সচিব মনির মীরা, যুগ্ন আহবায়ক মোঃ সোহাগ হাওলাদার সহমহানগর জাপার নেতৃবৃন্দ।
এছাড়াও ছাত্রনেতা রেজাউল করিম সুমন, মোঃ আবির, আরিফ হাওলাদার সহ বিভিন্ন কলেজ ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন ইন্দ্রকাঠী দরবার শরীফ পীর মোঃ মহিউদ্দিন মিজানী।