এরশাদের রোগমুক্তি কামনা করে রংপুরে দোয়া মাহফিল
অনলাইন নিউজ:জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের দ্রুত রোগমুক্তি কামনা করে দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে রংপুর মহানগর জাপা।
শুক্রবার বাদ আছর শহরের জুম্মাপাড়া করিম মিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে রংপুুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, মহানগর জাপার সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জাপার কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হাসিবুল ইসলাম জয়, জেলা নেতা লোকমান হোসেন, জাহিদুল ইসলাম মিয়া আব্দুর রাজ্জাকসহ কয়েক হাজার নেতাকর্মী ও মাদ্রাসার এতিম শিশুরা অংশ নেন।
দোয়া পরিচালনা করেন মাওলানা ইদ্রিস। এছাড়া মহানগরের প্রতিটি মসজিদেও এরশাদের রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এরশাদের রোগমুক্তি কামনা করে রংপুরে দোয়া মাহফিল