এরশাদের শয্যাপাশে রওশনের কোরআন তিলাওয়াত
অনলাইন নিউজ: জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শয্যাপাশে কোরআন তিলাওয়াত করলেন তার স্ত্রী ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ।
সোমবার দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন এরশাদের শয্যাপাশে বসে প্রায় ঘণ্টাখানেক কোরআন তিলাওয়াত করেন তিনি।
বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।
জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেন, পল্লীবন্ধুর শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। তার অবস্থার উন্নতি হচ্ছে।
এ সময় এরশাদের রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন রওশন এরশাদ।
প্রসঙ্গত গত ২৬ জুন সকালে শারীরিক অবস্থার অবনতি হলে হুসেইন মুহম্মদ এরশাদকে বারিধারার প্রেসিডেন্ট পার্ক থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে তাকে সিসিইউতে রাখা হয়েছে।