এরশাদের শারীরিক অবস্থার অবনতি, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জিএম কাদের
অনলাইন নিউজ: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। তিনি এখনো অক্সিজেন সাপোর্টে রয়েছেন।
রবিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে বাংলাদেশ প্রতিদিনকে এ কথা জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।
তিনি আরও জানান, রবিবার সকাল থেকেই তার শ্বাসকষ্ট হচ্ছে। এখনো হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। সবাই তার জন্য দোয়া করবেন।
এর আগে রবিবার সন্ধ্যায় সাংবাদিকদের জিএম কাদের জানান, এরশাদের শারীরিক অবস্থা কিছুটা অবনতি হয়। সকালে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়। মূলত, ফুসফুসে পানি জমার কারণে এ শ্বাসকষ্ট বেড়েছে।
সাবেক রাস্ট্রপতির রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে ছোট ভাই জিএম কাদের বলেন, হাসপাতাল কতৃপক্ষ অনুমতি দিলে উন্নত চিকিৎসার জন্য হুসেইন মুহাম্মাদ এরশাদকে বিদেশে নেয়ার সব রকম প্রস্তুতি তাদের রয়েছে ।