এসএসপির বরিশালের কমিটির আহবায়ক জিহাদ রানা,সদস্য সচিব মাসুদ রানা

ফারজনা ইয়াসমীন: সম্মিলিত সাংবাদিক পরিষদ বরিশাল মহানগর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৭ জুলাই,২০১৯) কেন্দ্রিয় কমিটির সভাপতি এস এম সামছুল আলম নিক্সন ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল এবং সাংগঠনিক সম্পাদক হাসান আলম সুমন সাক্ষরিত এক চিঠির মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট্য বরিশাল মহানগর কমিটির বিষয়টি নিশ্চিত করেন।
উক্ত কমিটিতে বাংলাদেশ টুডে বরিশাল ব্যুরো প্রধান জিহাদ রানাকে আহবায়ক, নিউ নেশন’র বরিশাল প্রতিনিধি মাসুদ রানাকে সদস্য সচিব, যুগ্ন আহবায়ক এম কে রানা(দৈনিক আজকের সুন্দরবন), আবু-বকর সিদ্দিক(আলোকিত বার্তা), মো:রিয়াজ হোসেন(আলোকিত বরিশাল), নাজমুন নাহার শিমু (বরিশালের প্রহর), মো:মেহেদি হাসান(দৈনিক সরেজমিন বার্তা)। এছাড়াও আহবায়ক কমিটির সদস্য করা হয়েছে, আল-আমিন হাওলাদার(প্রতিদিনের সংবাদ), মো:তুহিন হোসেন(আলোকিত সকাল), আরিফুল ইসলাম(দৈনিক সুন্দরবন), সৈয়দ বাবু(দক্ষিণাঅঞ্চল), এম জামাল হোসেন(আজকের সংবাদ), মাহফুজা আক্তার(দৈনিক সাগরকুল), মো:সোহেল রানা (সময়ের বার্তা), আলাউদ্দিন (তারুন্যের বার্তা),মো:সোহেল(দৈনিক সাগরকুল),সজিব আহমেদ(বরিশালের প্রহর), ফয়সাল আহমেদ (দখিনের খবর), বায়েজীদ রানা লিটন (আলোর জগত), জহিরুল ইসলাম সবুজ(আজকের বসুন্ধরা)।
এদিকে বরিশালের কমিটি ঘোষনা হওয়ার পর পরই আহবায়ক কমিটির সদস্যরা একত্রিত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রিয় কমিটির সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেন। সে সময় এখানকার সাংবাদিকদের স্বার্থ রক্ষায় কাজ করার সিদ্বান্ত নেওয়া হয়।