এসএসসি পরীক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করলো চাঁদপাশা হাইস্কুল ও কলেজ কতৃপক্ষ
নিজস্ব প্রতিবেদকঃ এসএসসি পরীক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করলো চাঁদপাশা হাইস্কুল ও কলেজ কতৃপক্ষ। বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটি এবার প্রথমবারের এসএসসি পরীক্ষার কেন্দ্র পায়। ফলে পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানোহয়।
আজ বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর শুরু হওয়া প্রথমদিনের বাংলা প্রথম পত্র পরীক্ষা অত্যন্ত সুন্দর ও সুষ্ঠ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রের সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও এলাকাবাসীর সহোযোগিতার জন্য প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোসাম্মৎ তাহমিনা আক্তার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এদিকে পরীক্ষা কেন্দ্র নিকটে হওয়ায় পরীক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে। অভিভাবকরা জানান, চাঁদপাশা হাইস্কুল ও কলেজ এসএসসি পরীক্ষার কেন্দ্র হওয়ায় সময় ও অতিরিক্ত খরচ বেঁচে যাবে।এসম তাঁরা কেন্দ্র ব্যাবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।