এসপি জাহিদুলের উদ্যোগে পুলিশের সেচ্ছাশ্রম, চাঁদপুরে ভাঙ্গা সড়ক মেরামত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪এসপি জাহিদুলের উদ্যোগে পুলিশের সেচ্ছাশ্রম, চাঁদপুরে ভাঙ্গা সড়ক মেরামত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ৩০, ২০১৯ ৬:০৭ অপরাহ্ণ
A- A A+ Print

এসপি জাহিদুলের উদ্যোগে পুলিশের সেচ্ছাশ্রম, চাঁদপুরে ভাঙ্গা সড়ক মেরামত

নিজস্ব প্রতিনিধি: এসপি জাহিদুলের সেচ্ছাশ্রমে মেরামত হল চাঁদপুরের দির্ঘদিনের বেহাল রাস্তা। পুলিশ সুপারের অনুপ্রেরণায় মতলব উত্তরে ওসির ব্যাতিক্রমি উদ্যোগ। জনদূর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে মাত্র ৬ ঘন্টায় একটি সড়ক মেরামত সম্পন্ন।

গুরুত্বপূর্ণ জনবহুল ও ব্যস্ত এ সড়কটির জীবগাঁও স্ট্যান্ড থেকে পাঁচগাছিয়া পর্যন্ত প্রায় ৩-৪ কিঃমিঃ এলাকায় অন্ততঃ ২৬/২৭ টি বড় বড় গর্ত ও ভাঙ্গা অংশের কারণে যানবাহন বিশেষ করে সিএনজি, লেগুনা, ইজিবাইক ও প্রাইভেট কার যাতায়াতে রীতিমত যুদ্ধ করতে হত চালকদের।

চলতি বর্ষা মৌসুমে সড়কটির অবস্থা ক্রমান্বয়ে খারাপ হতে থাকায় ওসি ,পৌরসভার প্যানেল মেয়র বোরহান উদ্দিনের দৃষ্টি আকর্ষণ করলেও নানা সীমাবদ্ধতার কারণে পৌর কর্তৃপক্ষ সড়কটি দ্রুত মেরামতে ফলপ্রসূ কোন উদ্যোগ নিতে পারছিলেন না। মাঝে মধ্যেই এ সড়কে যানবাহন বিকল হওয়ার পাশাপাশি ছোটখাট দূর্ঘটনাও ঘটছিল।

অবশেষে চাঁদপুর জেলার পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম অনুপ্রেরণায় মতলব উত্তর থানার ওসি জনাব মিজানুর রহমান’র উদ্যোগে মতলব উত্তর উপজেলা সদর থেকে কালিপুরা সংযোগ সড়কটি দীর্ঘদিনের বেহাল দশা থেকে আজ মুক্তি পেল।

জনগণের দূর্দশার এই চিত্র দেখে জনদূর্ভোগ লাঘবে থানা পুলিশের নিয়মিত কাজের গন্ডি পেরিয়ে দ্রুত সড়ক মেরামতের এক ব্যাতিক্রমী কাজে হাতে দেন মতলব উত্তর থানা পুলিশের টিম লীডার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান।

জেলা পুলিশ সুপার জনাব জিহাদুল কবির, বিপিএম, পিপিএম এঁর অনুপ্রেরণায় ব্যাস্ত এ সড়কটির যাত্রী ও চালকদের দীর্ঘদিনের দুর্দশা লাঘবে ওসি মিজানুর রহমানের উদ্যোগে ও নেতৃত্বে ষাটনল ইউপি চেয়ারম্যান শরিফ উল্ল্যাহ সরকারের সহায়তায় প্রায় ৭০০০ ইট এবং স্থানীয়ভাবে প্রায় ৫০০ ফুট বালু সংগ্রহ করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গতকাল সোমবার (২৯ জুলাই) সকাল

থেকে বিকেল পর্যন্ত এক টানা স্বেচ্ছাশ্রম দিয়ে বিনা খরচেই সড়কটির মেরামত সম্পন্ন করা হয়।

ওসির নেতৃত্বে থানার ইন্সপেক্টর(তদন্ত) মুরশেদ আলম ভূঁইয়া, এসআই গোলাম মোস্তফা, এসআই নাহিদ,এসআই ইসমাইল, এএসআই জ্ঞানময় চাকমা, এএসআই হাবিবসহ প্রায় ১৪/১৫ জন অফিসার ফোর্স, পৌরসভার স্থানীয় ওয়ার্ড কমিশনার আঃ কুদ্দুস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী শামসুজ্জামান ডলার, মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারী জাকির হোসেন বাদশা ও সাংগঠনিক সম্পাদক আল আমিন, মতলব উত্তর প্রেস ক্লাবের সেক্রেটারী মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক দীন ইসলাম, সাংবাদিক শফিকুল ইসলাম রানা, সাজ্জাদ হোসেন’দের সহযোগীতায় শ্রমিক সংঘটণ ও কমিউনিটি পুলিশিং ফোরামের স্থানীয় সদস্যদের নিয়ে একযোগে সড়কের বড় বড় গর্ত ও ভাঙ্গা অংশগুলো ইট-বালু দিয়ে এবং রোলার মেশিনে সমান্তরাল করে মাত্র ৬ ঘন্টায় মেরামত কাজ সম্পন্ন করা হয়।

তথ্যসুত্র: সংগৃহিত

দৈনিক বরিশাল ২৪

এসপি জাহিদুলের উদ্যোগে পুলিশের সেচ্ছাশ্রম, চাঁদপুরে ভাঙ্গা সড়ক মেরামত

মঙ্গলবার, জুলাই ৩০, ২০১৯ ৬:০৭ অপরাহ্ণ | আপডেটঃ জুলাই ৩০, ২০১৯ ৬:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: এসপি জাহিদুলের সেচ্ছাশ্রমে মেরামত হল চাঁদপুরের দির্ঘদিনের বেহাল রাস্তা। পুলিশ সুপারের অনুপ্রেরণায় মতলব উত্তরে ওসির ব্যাতিক্রমি উদ্যোগ। জনদূর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে মাত্র ৬ ঘন্টায় একটি সড়ক মেরামত সম্পন্ন।

গুরুত্বপূর্ণ জনবহুল ও ব্যস্ত এ সড়কটির জীবগাঁও স্ট্যান্ড থেকে পাঁচগাছিয়া পর্যন্ত প্রায় ৩-৪ কিঃমিঃ এলাকায় অন্ততঃ ২৬/২৭ টি বড় বড় গর্ত ও ভাঙ্গা অংশের কারণে যানবাহন বিশেষ করে সিএনজি, লেগুনা, ইজিবাইক ও প্রাইভেট কার যাতায়াতে রীতিমত যুদ্ধ করতে হত চালকদের।

চলতি বর্ষা মৌসুমে সড়কটির অবস্থা ক্রমান্বয়ে খারাপ হতে থাকায় ওসি ,পৌরসভার প্যানেল মেয়র বোরহান উদ্দিনের দৃষ্টি আকর্ষণ করলেও নানা সীমাবদ্ধতার কারণে পৌর কর্তৃপক্ষ সড়কটি দ্রুত মেরামতে ফলপ্রসূ কোন উদ্যোগ নিতে পারছিলেন না। মাঝে মধ্যেই এ সড়কে যানবাহন বিকল হওয়ার পাশাপাশি ছোটখাট দূর্ঘটনাও ঘটছিল।

অবশেষে চাঁদপুর জেলার পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম অনুপ্রেরণায় মতলব উত্তর থানার ওসি জনাব মিজানুর রহমান’র উদ্যোগে মতলব উত্তর উপজেলা সদর থেকে কালিপুরা সংযোগ সড়কটি দীর্ঘদিনের বেহাল দশা থেকে আজ মুক্তি পেল।

জনগণের দূর্দশার এই চিত্র দেখে জনদূর্ভোগ লাঘবে থানা পুলিশের নিয়মিত কাজের গন্ডি পেরিয়ে দ্রুত সড়ক মেরামতের এক ব্যাতিক্রমী কাজে হাতে দেন মতলব উত্তর থানা পুলিশের টিম লীডার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান।

জেলা পুলিশ সুপার জনাব জিহাদুল কবির, বিপিএম, পিপিএম এঁর অনুপ্রেরণায় ব্যাস্ত এ সড়কটির যাত্রী ও চালকদের দীর্ঘদিনের দুর্দশা লাঘবে ওসি মিজানুর রহমানের উদ্যোগে ও নেতৃত্বে ষাটনল ইউপি চেয়ারম্যান শরিফ উল্ল্যাহ সরকারের সহায়তায় প্রায় ৭০০০ ইট এবং স্থানীয়ভাবে প্রায় ৫০০ ফুট বালু সংগ্রহ করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গতকাল সোমবার (২৯ জুলাই) সকাল

থেকে বিকেল পর্যন্ত এক টানা স্বেচ্ছাশ্রম দিয়ে বিনা খরচেই সড়কটির মেরামত সম্পন্ন করা হয়।

ওসির নেতৃত্বে থানার ইন্সপেক্টর(তদন্ত) মুরশেদ আলম ভূঁইয়া, এসআই গোলাম মোস্তফা, এসআই নাহিদ,এসআই ইসমাইল, এএসআই জ্ঞানময় চাকমা, এএসআই হাবিবসহ প্রায় ১৪/১৫ জন অফিসার ফোর্স, পৌরসভার স্থানীয় ওয়ার্ড কমিশনার আঃ কুদ্দুস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী শামসুজ্জামান ডলার, মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারী জাকির হোসেন বাদশা ও সাংগঠনিক সম্পাদক আল আমিন, মতলব উত্তর প্রেস ক্লাবের সেক্রেটারী মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক দীন ইসলাম, সাংবাদিক শফিকুল ইসলাম রানা, সাজ্জাদ হোসেন’দের সহযোগীতায় শ্রমিক সংঘটণ ও কমিউনিটি পুলিশিং ফোরামের স্থানীয় সদস্যদের নিয়ে একযোগে সড়কের বড় বড় গর্ত ও ভাঙ্গা অংশগুলো ইট-বালু দিয়ে এবং রোলার মেশিনে সমান্তরাল করে মাত্র ৬ ঘন্টায় মেরামত কাজ সম্পন্ন করা হয়।

তথ্যসুত্র: সংগৃহিত

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ট্রাফিক পুলিশ   “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ   রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস   রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস   বাবা মুুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন ডিবি হারুন   সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা   জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে সুখবর   অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানালো আওয়ামী লীগ