এসপি পদমর্যাদার ২৬ কর্মকর্তাকে বদলি
অনলাইন নিউজ : বাংলাদেশ পুলিশ বাহিনীর এসপি (পুলিশ সুপার) পদমর্যাদার ২৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব বদলি করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান বিপিএম (বার), পিপিএম কে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারি পুলিশ মহাপরিদর্শক, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বিপিএম, পিপিএম কে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারি পুলিশ মহাপরিদর্শক, ফরিদপুর জেলার পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খান পিপিএম কে ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার, নেত্রকোনা জেলার পুলিশ সুপার জয়দেব চৌধুরী বিপিএম কে ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান বিপিএম কে ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার, লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার আ, স, ম মাহাতাব উদ্দিন পিপিএম কে ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ বরকতুউল্লাহ খান বিপিএম কে হাইওয়ে পুলিশ ইউনিট ঢাকা’র পুলিশ সুপার, নাটোর জেলার পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বিপিএম, পিপিএম কে ঢাকা রেলওয়ের পুলিশ সুপার, মাদারীপুর জেলার পুলিশ সুপার সুব্রত কুমার হালদার পিপিএম কে রংপুর রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার, নরসিংদী জেলার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ বিপিএম, পিপিএম কে ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারি পুলিশ মহাপরিদর্শক মোঃ আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) কে ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার, এসবি’র পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী কে পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল’র পুলিশ সুপার, এসবি’র পুলিশ সুপার ফারহাত আহমেদ কে পুলিশ ট্রেনিং সেন্টার নোয়াখালী’র পুলিশ সুপার, এসবি’র পুলিশ সুপার মোঃ সাইফুল্লাহ বিন আনোয়ার কে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারি পুলিশ মহাপরিদর্শক ও ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার মাসুদ আহাম্মদ বিপিএম, পিপিএম কে সিআইডি’র পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে অপর এক প্রজ্ঞাপনে ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম কে লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার, এসবি’র পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম কে সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার মোঃ আলিমুজ্জামান বিপিএম কে ফরিদপুর জেলার পুলিশ, পুলিশ সদর দপ্তর এর সহকারী পুলিশ মহাপরিদর্শক ফারুক আহমেদ পিপিএম-বার কে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার লিটন কুমার সাহা পিপিএম-বার কে নাটোর জেলার পুলিশ সুপার, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার মোঃ আকবর আলী মুনসীকে নেত্রকোনা জেলার পুলিশ সুপার, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার এস এম মুরাদ আলিকে মেহেরপুর জেলার পুলিশ সুপার, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম-বার, পিপিএম কে নরসিংদী জেলার পুলিশ সুপার, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব হাসানকে মাদারীপুর জেলার পুলিশ সুপার ও মেহেরপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম কে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।