এ্যডুকেশন সেন্টার এর সাবেক শিক্ষার্থী সোয়েবের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ চট্টগ্রাম ইপিজেড থানাধীন নিউমুরিং এর ”এ্যডুকেশন সেন্টার” – এর সাবেক কৃতি শিক্ষার্থী মোঃ সোয়েব আহমেদের মমতাময়ী মাতা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৭ মার্চ) রাত ৯টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সম্প্রতি তিনি অসুস্থ হয়ে চট্টগ্রাম শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে সোমবার বিকেলে তাকে নিউমুরিং বোবা কলোনী বাসভবনে নিয়ে আসা হয়। সেখানেই রাতে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি ৩ ছেলে, ১ কণ্যা সন্তান ও নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সোয়েবের মাতার মৃত্যুতে এ্যাডুকেশন সেন্টার এর শিক্ষক মো: মনিরুজ্জামান ও সকল শিক্ষার্থীবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এছাড়াও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ন ধানসিঁড়ি আদর্শ কে. জি স্কুল এর সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন, সহ- সভাপতি সমাজসেবক মোঃ ফোরকান আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ আবদুল লতিফ সহ বিভিন্ন সুধি মহল গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
এছাড়াও মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে দৈনিক বরিশাল ২৪. কম এর প্রকাশক মোসম্মৎ মনোয়ারা বেগম বলেন, সোয়েব এর মা অনেক ভালো মানুষ ছিলেন, তিনি খুবই পরহেজগার ব্যক্তি ছিলেন, আমাদের সাথে তার পারিবারিক ভাবে সুসম্পর্ক ছিলো। মহান আল্লাহ তাঁকে জান্নাত বাসী করুন।