ওয়াসার পানি নিয়ে আর কতদিন ভুগবে মানুষ: হাইকোর্ট
পানি নিয়ে বিশেষজ্ঞদের প্রতিবেদন পাওয়ার পর, কী পদক্ষেপ নিয়েছে ওয়াসা তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
রবিবার (৭ জুলাই) সকালে এ বিষয়ে শুনানিতে ওয়াসার বক্তব্যও জানতে চান আদালত।
এর আগে গত ৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও আইসিডিডিআরবির বিশেষজ্ঞরা ওয়াসার পানি পরীক্ষার প্রতিবেদন আদালতে জমা দেন। সেখানে ৩৪টি নমুনার ৮টিতে মলের জীবাণুসহ ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায়।
এ সময় আদালত জানতে চান ওয়াসার পানি নিয়ে আর কতদিন ভুগবে সাধারণ মানুষ।
সুত্র: অনলাইন