কবি জয়নাল আবেদীন-এর “প্রেমের নেশায় ”
“প্রেমের নেশায় ”
– জয়নুল আবেদীন।
যুগে যুগে যুবক- যুবতী- যুবারা
প্রেম -প্রণয়ের নেশায় পরে
কত যে বিরহ- বিড়ম্বনায়
সহ্য করেছিল !
সদ্য ও সেই নেশায় তারা উন্মাদ-
পাগল- মাতাল।
আবার কোন কোন মেয়েরা
বিবাহের আসর ছেড়ে
পালিয়ে গিয়ে প্রেমিকার
বাড়ি অনশন করছে।
কোন কোন অভিভাবক
বিপদে পরে মেনে নিচ্ছেন,
কেউ আবার নিচ্ছেন না!
কোন কোন প্রেমিকের
প্রলভনে প্রেমিকা
অজানা স্থানে গিয়ে
মহা শঙ্কর পরে বিপদ
গ্রস্ত হচ্ছেন!
সামান্য সময়ের
প্রেম প্রাপ্তির নেশায়
মহা জং- যুদ্ধে জড়িয়ে
যাচ্ছেন।
প্রকৃতির নিয়মে প্রেমের পাগলামো
নেশা নদ-নদীর জল ধারা ন্যায় প্রবাহমান।
সব নেশা এক সময় ছেড়ে যায়
কিন্তু প্রেমের নেশা বিচ্ছেদ না হওয়া
পর্যন্ত ছাড়েনা ।
তবুও দিবা- নিশি বিগত দিনের স্মৃতি প্রেমিক- প্রেমিকার কল্পনা -জল্পনায় ভাসে।
লেখকঃ মোঃ জয়নুল আবেদীন, সারসী, লাখুটিয়া, বরিশাল।