কর্মগুণে আজও বেঁচে আছেন বরিশালের জনপ্রিয় মেয়র হিরণ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কর্মগুণে আজও বেঁচে আছেন বরিশালের জনপ্রিয় মেয়র হিরণ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ০৯, ২০২২ ১১:২৩ অপরাহ্ণ
A- A A+ Print

কর্মগুণে আজও বেঁচে আছেন বরিশালের জনপ্রিয় মেয়র হিরণ

জিহাদ রানাঃ বরিশালে রাস্তাঘাট, পার্ক, মসজিদ, মাদ্রাসা, খেলার মাঠ, শিশুপার্ক সবকিছুতেই আধুনিকতার ছোঁয়া লাগিয়েছেন এই কর্মবীর, তাই হিরণকে আধুনিক বরিশালের রূপকার বলা হয়। তাইতো তরুণ থেকে শুরু করে বৃদ্ধ সবার মুখে আজও তার নাম। বরিশাল আধুনিক সিটি বা সবুজ নগরী বলতেই যার নামটি উঠে আসে তিনি হলেন বরিশাল সিটি’র সাবেক সফল মেয়র হিরন। তার পকিল্পনায় একটি আধুনিক এবং উন্নয়নের নগর খুঁজে পান বরিশালবাসী। সেই শওকত হোসেন হিরনের ৮ম মৃত্যুবার্ষিকী আজ। দেশে এবং বিদেশে দীর্ঘ ১৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২০১৪ সালে আজকের এই দিনে মৃত্যুকে আলিঙ্গন করে না ফেরার দেশে চলে যান তিনি।

অষ্টম মৃত্যুবার্ষিকীতেও তাকে ভুলে যাননি নগরবাসী। আজও তাকে স্মরণ করছেন অন্তরের অন্তস্থল হতে। মৃত্যুবার্ষিকীকে ঘিরে বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় শোকের ব্যানার এবং বিলবোর্ড টানানো হয়েছে। তাছাড়া পরিবার এবং হিরন অনুসারীদের পক্ষ থেকে মৃত্যুবার্ষিকী পালনে বিভিন্ন কর্মসূচি পালন গ্রহণ করা হয়েছে। পটুয়াখালীর বাউফল উপজেলার কালীশুরি ইউনিয়নের আড়াইনাও গ্রামের বাসিন্দা ও পুলিশের সাবেক সাব-ইন্সপেক্টর আব্দুল হাসেম সরদার এবং গৃহিনী জয়নব বেগম দম্পতির চার পুত্র ও ছয় কন্যা সন্তানের মধ্যে তৃতীয় শওকত হোসেন হিরন। বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা খালেদাবাদ কলোনী এলাকায় নানা বাড়িতে ১৯৫৬ সালের ১৫ অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন তিনি। লেখাপড়ার সুবাধে ছোট বেলা থেকেই নানাবাড়ি বরিশাল শহরে বসবাস করতে হয় তাকে।

১৯৮২ সালের ২৪ মার্চ এরশাদের ১৮ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বরিশালের রাজপথে নতুন ধারা ছাত্র সমাজের ব্যানারে নেতৃত্ব দেয়ার মাধ্যমে শওকত হোসেন হিরনের রাজনীতিতে আত্মপ্রকাশ। ১৯৮৬ সালের ১ জানুয়ারি এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি গঠনের পর শওকত হোসেন হিরন রাজনীতিতে আরো সক্রিয় হন। সে সময় তিনি বরিশাল শহর জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। ১৯৮৫ সালে মাত্র ২৯ বছর বয়সে সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে বরিশাল সদর উপজেলা পরিষদের দ্বিতীয় নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন শওকত হোসেন হিরন। সেই থেকেই জনপ্রতিনিধিত্ব শুরু তাঁর। জনপ্রতিনিধি হিসেবে বেশ স্বল্পসময়েই বরিশালবাসীর হৃদয়ে জায়গা করে নেন হিরন।

১৯৯৫ সালে বঙ্গবন্ধুর ভাগ্নে এবং সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ- এমপি’র মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুলেল তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন শওকত হোসেন হিরন। যে কারণে খুব সহজেই পেয়ে যান বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ। এরপর বরিশাল মহানগর আওয়ামী লীগের আহ্বায়কের দায়িত্ব পান। ছিলেন আন্দোলন সংগ্রামে ১৪ দলের সমন্বয়ক। এরপর বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে শওকত হোসেন হিরন আওয়ামী লীগের সমর্থন নিয়ে মেয়র নির্বাচিত হন। এর পরপরই পাল্টে যায় বরিশাল নগরীর চিত্র।

শিশু বান্ধব নগরী গড়তে নানামুখি উন্নয়নের পাশাপাশি সবুজায়নের ফলে আধুনিক বরিশাল সিটি’র রূপকার খেতাব পান তিনি। শুধু তাই নয়, শওকত হোসেন হিরন মেয়র থাকাবস্থায় দলের কাউন্সিলের বিপুল ভোটে মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। তিনিই বরিশাল সিটি সর্বপ্রথম রাজনীতিতে সহবস্থান সৃষ্টি করেন। তৃতীয় সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে পরাজয়ের পরে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান হিরন। এমনকি বরিশাল সদর আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

এদিকে, শওকত হোসেন হিরন শুধুমাত্র নামেই সীমাবদ্ধ ছিলেন না। তিনি ছিলেন বরিশালের মানুষের কাছে আস্থা এবং নির্ভরতার প্রতীক। কথা এবং কাজের মেলবন্ধন তিনি তৈরি করে দেখিয়েছিলেন মাত্র সাড়ে চার বছরে। একটি অবহেলি সিটি কর্পোরেশনে আমূল পরিবর্তন এনে দিয়েছিলেন, যা কিনা আজ তার মৃত্যুর ৮ বছরেও অন্য মেয়রগন করতে স্বক্ষম হয়নি। একটি তিলোত্তমা নগরী উপহার দিতে নগরবাসীর কাছে একজন মুকটবিহিন সম্রাটে পরিণত হন। সেই হিরনের ৮ম মৃত্যুবার্ষিকী আজ, আজ ও শহরের রিক্সা চালক থেকে শুরু করে সাধারন মানুষ মনে করেন এই কর্মবীর মহান মানুষটিকে।

দৈনিক বরিশাল ২৪

কর্মগুণে আজও বেঁচে আছেন বরিশালের জনপ্রিয় মেয়র হিরণ

শনিবার, এপ্রিল ৯, ২০২২ ১১:২৩ অপরাহ্ণ

জিহাদ রানাঃ বরিশালে রাস্তাঘাট, পার্ক, মসজিদ, মাদ্রাসা, খেলার মাঠ, শিশুপার্ক সবকিছুতেই আধুনিকতার ছোঁয়া লাগিয়েছেন এই কর্মবীর, তাই হিরণকে আধুনিক বরিশালের রূপকার বলা হয়। তাইতো তরুণ থেকে শুরু করে বৃদ্ধ সবার মুখে আজও তার নাম। বরিশাল আধুনিক সিটি বা সবুজ নগরী বলতেই যার নামটি উঠে আসে তিনি হলেন বরিশাল সিটি’র সাবেক সফল মেয়র হিরন। তার পকিল্পনায় একটি আধুনিক এবং উন্নয়নের নগর খুঁজে পান বরিশালবাসী। সেই শওকত হোসেন হিরনের ৮ম মৃত্যুবার্ষিকী আজ। দেশে এবং বিদেশে দীর্ঘ ১৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২০১৪ সালে আজকের এই দিনে মৃত্যুকে আলিঙ্গন করে না ফেরার দেশে চলে যান তিনি।

অষ্টম মৃত্যুবার্ষিকীতেও তাকে ভুলে যাননি নগরবাসী। আজও তাকে স্মরণ করছেন অন্তরের অন্তস্থল হতে। মৃত্যুবার্ষিকীকে ঘিরে বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় শোকের ব্যানার এবং বিলবোর্ড টানানো হয়েছে। তাছাড়া পরিবার এবং হিরন অনুসারীদের পক্ষ থেকে মৃত্যুবার্ষিকী পালনে বিভিন্ন কর্মসূচি পালন গ্রহণ করা হয়েছে। পটুয়াখালীর বাউফল উপজেলার কালীশুরি ইউনিয়নের আড়াইনাও গ্রামের বাসিন্দা ও পুলিশের সাবেক সাব-ইন্সপেক্টর আব্দুল হাসেম সরদার এবং গৃহিনী জয়নব বেগম দম্পতির চার পুত্র ও ছয় কন্যা সন্তানের মধ্যে তৃতীয় শওকত হোসেন হিরন। বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা খালেদাবাদ কলোনী এলাকায় নানা বাড়িতে ১৯৫৬ সালের ১৫ অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন তিনি। লেখাপড়ার সুবাধে ছোট বেলা থেকেই নানাবাড়ি বরিশাল শহরে বসবাস করতে হয় তাকে।

১৯৮২ সালের ২৪ মার্চ এরশাদের ১৮ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বরিশালের রাজপথে নতুন ধারা ছাত্র সমাজের ব্যানারে নেতৃত্ব দেয়ার মাধ্যমে শওকত হোসেন হিরনের রাজনীতিতে আত্মপ্রকাশ। ১৯৮৬ সালের ১ জানুয়ারি এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি গঠনের পর শওকত হোসেন হিরন রাজনীতিতে আরো সক্রিয় হন। সে সময় তিনি বরিশাল শহর জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। ১৯৮৫ সালে মাত্র ২৯ বছর বয়সে সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে বরিশাল সদর উপজেলা পরিষদের দ্বিতীয় নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন শওকত হোসেন হিরন। সেই থেকেই জনপ্রতিনিধিত্ব শুরু তাঁর। জনপ্রতিনিধি হিসেবে বেশ স্বল্পসময়েই বরিশালবাসীর হৃদয়ে জায়গা করে নেন হিরন।

১৯৯৫ সালে বঙ্গবন্ধুর ভাগ্নে এবং সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ- এমপি’র মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুলেল তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন শওকত হোসেন হিরন। যে কারণে খুব সহজেই পেয়ে যান বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ। এরপর বরিশাল মহানগর আওয়ামী লীগের আহ্বায়কের দায়িত্ব পান। ছিলেন আন্দোলন সংগ্রামে ১৪ দলের সমন্বয়ক। এরপর বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে শওকত হোসেন হিরন আওয়ামী লীগের সমর্থন নিয়ে মেয়র নির্বাচিত হন। এর পরপরই পাল্টে যায় বরিশাল নগরীর চিত্র।

শিশু বান্ধব নগরী গড়তে নানামুখি উন্নয়নের পাশাপাশি সবুজায়নের ফলে আধুনিক বরিশাল সিটি’র রূপকার খেতাব পান তিনি। শুধু তাই নয়, শওকত হোসেন হিরন মেয়র থাকাবস্থায় দলের কাউন্সিলের বিপুল ভোটে মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। তিনিই বরিশাল সিটি সর্বপ্রথম রাজনীতিতে সহবস্থান সৃষ্টি করেন। তৃতীয় সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে পরাজয়ের পরে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান হিরন। এমনকি বরিশাল সদর আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

এদিকে, শওকত হোসেন হিরন শুধুমাত্র নামেই সীমাবদ্ধ ছিলেন না। তিনি ছিলেন বরিশালের মানুষের কাছে আস্থা এবং নির্ভরতার প্রতীক। কথা এবং কাজের মেলবন্ধন তিনি তৈরি করে দেখিয়েছিলেন মাত্র সাড়ে চার বছরে। একটি অবহেলি সিটি কর্পোরেশনে আমূল পরিবর্তন এনে দিয়েছিলেন, যা কিনা আজ তার মৃত্যুর ৮ বছরেও অন্য মেয়রগন করতে স্বক্ষম হয়নি। একটি তিলোত্তমা নগরী উপহার দিতে নগরবাসীর কাছে একজন মুকটবিহিন সম্রাটে পরিণত হন। সেই হিরনের ৮ম মৃত্যুবার্ষিকী আজ, আজ ও শহরের রিক্সা চালক থেকে শুরু করে সাধারন মানুষ মনে করেন এই কর্মবীর মহান মানুষটিকে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ট্রাফিক পুলিশ   “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ   রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস   রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস   বাবা মুুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন ডিবি হারুন   সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা   জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে সুখবর   অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানালো আওয়ামী লীগ