কর্মস্থলে ফেরা হলনা সিলেটের পুলিশ সদস্য আশরাফুলের
নিজস্ব প্রতিবেদক: সিলেট মেট্রোপলিটন পুলিশ এ কর্মরত কনস্টেবল মোঃ আশরাফুল ইসলাম ১৮ আগস্ট ছুটি শেষে নিজ কর্মস্থলে আসার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন।
হবিগঞ্জ জেলার বাহুবল নামক স্থানে ঢাকা সিলেট মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
এসএমপি’র সকল অফিসার ও ফোর্সবৃন্দ তার এই অকাল মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে।
এবং তার অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকার্থ পরিবারের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।